ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেট্রোরেলের মূল কাজ শুরুর আগেই অসহনীয় দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৮, ৬ মে ২০১৭

মেট্রোরেলের মূল কাজ শুরুর আগেই অসহনীয় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলের মূল কাজ শুরুর আগেই শুরু হয়ে গেছে অসহনীয় দুর্ভোগ। আপাতত দুর্ভোগের শিকার মিরপুরবাসী। কিন্তু পর্যায়ক্রমে যে পথে মেট্রোরেল এগুবে সে পথেই কষ্ট পোহাতে হবে নগরবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন, সেবা সংস্থাগুলোর লাইন সরানোর পর মূল নির্মাণ কাজ শুরু হলে দুর্ভোগ কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করবেন তারা। মিরপুরে বিশাল গর্ত করা হয়েছে মেট্রোরেলের জন্য। আর তার ওপর দিয়ে বাঁশের সাঁকো দেয়া হয়েছে মানুষ পারাপারের জন্য। কিন্তু এমন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে অন্যের সাহায্যে না হয় মেয়েকে পার করা গেলো, কিন্তু নিজে ওপারে যাবেন কীভাবে। নিরুপায় এক নারী বেশ কিছুক্ষণ ইতিউতি তাকালেন। ওপারে মেয়ে, এপারে তিনি। কি আর করা অগত্যা অপরিচিতের সাহায্য নিয়ে পার হতে হলো তাকেও। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মিরপুরে চলাচলকারী অনেককেই। মেট্রোরেলের কাজ চলবে। তাই মিরপুর ১২ থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার প্রায় মাঝ বরাবর কেটে সেবা সংস্থার লাইন সরানো হচ্ছে। আর এতেই অসহনীয় যানজট আর ধুলোর রাজ্যে পরিণত ওইসব এলাকা। নিয়মানুযায়ী প্রকল্প এলাকায় ধুলো কমাতে পানি ছিটানোর কথা, বাস্তবে সেটি হচ্ছে কি না তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা কিংবা দুর্ভোগকেই নিয়তি মনে করে উন্নয়নের সান্ত¡না, যেভাবেই বলুন না কেন একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর যাতনা। এমন আক্ষেপ এই এলাকার হাজারো মানুষের। জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রকল্পটির পরিচালক বলছেন, এ বছরের শেষে মূল কাজে হাত দেবেন তারা। তার আগে চলছে সেবা সংস্থার লাইন সরানোর কাজ। প্রকল্প এলাকায় দুর্ভোগ কমাতে বেশ কিছু সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেসব বাস্তবায়ন হলে ভোগান্তি অনেকটাই কমবে বলেও মনে করেন তারা। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রেল পথের প্রথম পর্যায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এটি চালু হবে ২০১৯ সালের মাঝামাঝিতে। বাকি পথ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজই শুরু হবে ২০১৯ এর পর।
×