ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ধর্ষক হলো স্কুলের সভাপতি

প্রকাশিত: ০৪:২০, ৪ মে ২০১৭

গলাচিপায় ধর্ষক হলো স্কুলের সভাপতি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় ধর্ষণ মামলায় জেলখাটা ব্যক্তিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি করা হয়েছে। পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার নিয়ম থাকলেও এক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে। এমনকি স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদেরও কোন মতামত নেয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা দফতরে লিখিত অভিযোগও করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ইউপি মেম্বার মোসলেম গাজীকে চরবিশ্বাস ইউনিয়নের ১৬৭ নম্বর চরআগস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি করা হয়। এদিন নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্ধারণের জন্য সভা আহ্বান করা হয়। কিন্তু আকস্মিক ওই সভায় চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী উপস্থিত হয়ে কাউকে কোন কথা বলার সুযোগ না দিয়ে বা মতামত না নিয়ে সদস্যদের স্বাক্ষর নিয়ে মোসলেম গাজীকে সভাপতি করার ঘোষণা দেন। এতে উপস্থিত সদস্যরা বিক্ষোভে ফেটে পড়লেও কাউকে কিছু বলতে দেননি। নিয়ম লঙ্ঘন করে সভাপতি করা হয়েছে, বিষয়টির সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল হাজারি জানান, তিনিও চেয়ারম্যানের নির্দেশে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছেন। ফকরুল সরদার, শাহিনুর বেগমসহ কয়েকজন সদস্য জানান, তারা ভোটের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু কাউকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হয়নি। বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন, মোসলেম গাজীর বিরুদ্ধে এলাকায় বেশ কয়েকটি নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এর মধ্যে এক নারীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারানোর ঘটনাও রয়েছে। ওই ঘটনার মামলায় মোসলেম গাজী কয়েক মাস জেলও খেটেছেন। এমন বিতর্কিত ব্যক্তিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি করায় স্কুলসহ গোটা এলাকার ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।
×