ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মে দিবসে গাড়ি চালানোকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:০৫, ৩ মে ২০১৭

মে দিবসে গাড়ি চালানোকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২ মে ॥ মে দিবসে গাড়ি চালানোকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সংঘর্ষে ৬ শ্রমিক আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি যাত্রীবাহী বাস। সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর ও দৌলাতদিয়াড়ে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, মে দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে সমাবেশ করছিল মোটর শ্রমিকরা। এ সময় রয়েল পরিবহনের একটি বাস হাসান চত্বরে পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে গাড়িটি ভাংচুর করে। মারধর করা হয় বাসের চালক ও সুপারভাইজারকে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রয়েল পরিবহনের শ্রমিকরা দৌলাতদিয়াড়ার শ্রমিক ইউনিয়নে হামলা করতে যায়। এ সময় দুই পক্ষের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জন শ্রমিক আহত হয়। আহতরা হলেনÑ সুজন, ময়নুল, মোশারফ, মনা, বাবলু ও কামাল। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মস্থলে হয়রানি নারী ক্ষমতায়নে অন্তরায় ॥ চুমকি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কর্মস্থলে যৌন হয়রানি নারীর ক্ষমতায়নে অন্যতম অন্তরায়। কর্মস্থলে যৌন হয়রানির কারণে অনেক নারী চাকরি ছেড়ে দেয়। চাকরি করার আগ্রহ হারিয়ে ফেলে। এতে করে নারীর ক্ষমতায়ন ব্যাহত হয়। তিনি মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের মিলনায়তনে কর্মস্থলে যৌন হয়রানির বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের অবহিতকরণবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মাহমুদা শারমীন বেনু। -বিজ্ঞপ্তি।
×