ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সরকারী জমিতে ভবন নির্মান

প্রকাশিত: ০১:১২, ২৯ এপ্রিল ২০১৭

বরিশালে সরকারী জমিতে ভবন নির্মান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপজেলা প্রশাসনের কোন ধরনের অনুমতি ছাড়াই সরকারী জমিতে পাকা ভবন নির্মানের কাজ অব্যাহত রেখেছেন প্রভাবশালী এক শিক্ষক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের পূর্বপাড় বাজারের। জানা গেছে, বাজার উন্নয়নের জন্য স্থানীয় কামাল বক্তিয়ার, জামাল বক্তিয়ারসহ তাদের আট ভাই এক একর চার শতক সম্পত্তি সরকারের অনুকূলে দান করেন। সরকারীভাবে সেখানে এলজিইডি বিভাগের মাধ্যমে এডিবি ও নিজস্ব তহবিল থেকে বাজার উন্নয়নের জন্য দুই কোটি ৬১ লাখ ৫৪ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের কোন ধরনের অনুমতি না নিয়েই বাজারের ওই সরকারী জমিতে চক্রিবাড়ি গ্রামের সাবেক শিক্ষক প্রভাবশালী আলহাজ্ব মোনাচ্ছেফ আলী পাঁকা ভবন নির্মান কাজ শুরু করেন। এসময় ব্যবসায়ীরা তাকে বাঁধা প্রদান করা সত্বেও দখলদার বাজারের ৪নং সড়কের মসজিদের সামনের সরকারী সম্পত্তিতে ভবন নির্মান কাজ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। সরকারী জায়গায় পাকা ভবন নির্মান করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
×