ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ শিশুর ঠোঁটকাটা অপারেশন

প্রকাশিত: ০৫:৪০, ২৯ এপ্রিল ২০১৭

২৪ শিশুর ঠোঁটকাটা অপারেশন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৮ এপ্রিল ॥ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ শিশুর ঠোঁটকাটা ও তালুকাটা রোগের সফল অপারেশন করা হয়েছে। ৬ মাস থেকে এক বছর বয়সী এসব শিশুর ‘স্মাইল ট্রেইন’ সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন করা হয়। চুয়াডাঙ্গা, পাংশা ও যশোর অঞ্চলে এসব শিশুদের বাড়ি। ঠোঁটকাটা ও তালু কাটা নিয়ে জন্ম নিয়েছে এ শিশুরা। এর আগে ৪৪ শিশুর অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গায় ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত ইম্প্যাক্ট ফাউন্ডেশন ৫৮৯ রোগীকে অপারেশন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে।
×