ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সংস্কৃতি শিল্প ও মেধা রক্ষায় মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য’

প্রকাশিত: ০৬:১২, ২৬ এপ্রিল ২০১৭

‘সংস্কৃতি শিল্প ও মেধা রক্ষায় মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য’

দেশের সংস্কৃতি, শিল্প ও মেধা বাঁচাতে মেধাস্বত্ব সংরক্ষণ অপরিহার্য। ২৫ এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব সংরক্ষণ দিবস উপলক্ষে বাংলাদেশ আইপি ফোরামের (বিআইপিএফ) উদ্যোগে আয়োজিত ভলান্টিয়ার ফর আইপি প্রোগ্রামে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কিউলিনেয়া। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র, সঙ্গীত বাঁচাতে মেধাস্বত্বর বিকল্প নেই উল্লেখ করে মেধাস্বত্ব সম্পর্কে সবাইকে ভালভাবে জানার অনুরোধ করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সবাইকে বিশেষত তরুণ প্রজন্মকে মেধাস্বত্ব সংরক্ষণে সচেতন হওয়ার প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মুস্তাফা জব্বার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ। বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ বলেন, ইন্টারনেটে ডোমেইন নাম রেজিস্ট্রেশনে সব দেশেই আইন আছে কিন্তু আমাদের দেশে নেই, যা দুঃখজনক। তাই আমাদের ডোমেইন ট্রেডমার্ক করে নিতে হবে। সোশ্যাল মিডিয়াতেও মেধাস্বত্ব সংরক্ষণ করার প্রতি গুরুত্ব দিয়ে হামিদুল মিজবাহ বলেন, আমাদের দেশের তরুণ ছেলেমেয়েরা গেম বানাচ্ছে। মেধাস্বত্ব সংরক্ষণ নিয়ে তদের সচেতন হতে হবে। এছাড়া দিনব্যাপী আয়োজিত এ প্রোগ্রামে কপিরাইট ও মেধাস্বত্বের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী তানভীর হায়দার চৌধুরী, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী উরফি আহমেদ, উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, কমেডিয়ান নাভিদ মাহমুদ, চলচ্চিত্র পরিচালক আসিফ মুনীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নূজহাত চৌধুরী। -বিজ্ঞপ্তি
×