ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ট্যুরিজম মেলা’ কাল থেকে ভিসা জটিলতায় বিদেশী পর্যটক আগমন বাড়ছে না

প্রকাশিত: ০৫:১৭, ১৯ এপ্রিল ২০১৭

‘ট্যুরিজম মেলা’ কাল থেকে ভিসা জটিলতায় বিদেশী পর্যটক আগমন বাড়ছে না

স্টাফ রিপোর্টার ॥ ভিসা জটিলতার কারণে বিদেশী পর্যটকদের আগমন বাড়ছে না বলে জানিয়েছেন ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে জানানো হয়-বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ট্যুরিজম মেলা’। বাংলাদেশে ভ্রমণের বিষয়টি দেশী-বিদেশী পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করতে শুরু হচ্ছে এ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলায় দেশী-বিদেশী ১৪০টি স্টল থাকবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০১৭ নামে এই মেলা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। মেলায় প্রবেশে দর্শনার্থীদের ৩০ টাকার বিনিময়ে টিকেট কাটতে হবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় সেমিনার, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ঢাকায় সপ্তমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হতে হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। তিনদিনের এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রতœতত্ত্ব অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, অন্যান্য দেশে পর্যটকদের জন্য অন এ্যারাইভাল ভিসা পদ্ধতি চালু আছে। নেপালে প্রথমবার পর্যটনের সময় কোন ফি নেয়া হয় না। অথচ আমাদের দেশে পর্যটক আসতে চাইলে নানাভাবে হয়রানি করা হয়। এভাবে ভিসা জটিলতা থাকলে পর্যটকরা এখানে আসবে কেন। পর্যটকরা যাতে পাসপোর্ট ও ডলার পেমেন্ট করলেই হয়রানি ছাড়া ভিসা পান, সে ব্যবস্থা করতে হবে। টোয়াবের পরিচালক তৌফিক রহমান বলেন, সরকারের পলিসি পর্যটনবান্ধব নয়। এই সেক্টরের উন্নয়নে সরকারকে পর্যটনবান্ধব হতে হবে। অভ্যন্তরীণ টুরিস্ট বাড়লেও আমরা বিদেশী টুরিস্ট আনতে পারছি না। আমরা এখনও বিদেশীদের কাছে আস্থা ফিরিয়ে আনতে পারিনি। টোয়াবের সহসভাপতি রাফেউজ্জামান বলেন, হলি আর্টিজানসহ অন্যান্য জঙ্গী হামলার পরেও আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। কারণ, আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অনেক বেশি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মোঃ নাসির উদ্দিন।
×