ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

যশোরে শাওনকে খুঁজে বের করার দাবি

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ এপ্রিল ২০১৭

যশোরে শাওনকে খুঁজে বের করার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিখোঁজ তরুণ শাওনকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চেয়েছে পরিবার। তাদের বক্তব্য, শাওন যদি কোন অপরাধ করে থাকে, তাহলে তাকে উদ্ধারের পর সংশোধনের সুযোগ দেয়া হোক। রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে শাওনের পরিবার সংবাদ সম্মেলন করে। এতে তার ফুপু শংকরপুর গোলপাতা মসজিদের পাশের শিউলি মির্জা লিখিত বক্তব্য পড়েন। গত ৫ এপ্রিল শাওন পৌরপার্ক থেকে নিখোঁজ হয়। সে সময় মিডিয়ায় খবর বের হয়, সাদা পোশাকের পুলিশ শাওন ও সাইদ ওরফে ভাইপো সাইদ নামে দুই তরুণকে ধরে পেটাতে পেটাতে আলাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়েছে। পুলিশ প্রথমে এই খবর অস্বীকার করলেও পরে জানায়, শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলাও হয়। শহরের দুর্ধর্ষ উঠতি সন্ত্রাসী হিসেবে সাইদ ও শাওনের পরিচিতি রয়েছে। লিখিত বক্তব্যে ফুফু শিউলি মির্জা দাবি করেন, শাওন নিতান্তই শিশু। নবম শ্রেণীতে পড়াকালে লেখাপড়ায় সে অমনোযোগী হয়ে পড়ে। যাতে সে বিপথে চলে না যায়, সে জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে জজ কোর্ট মার্কেটে একটি পোশাকের দোকান করে দেয়া হয়। ‘প্রিয়া ফ্যাশন’ নামে ওই দোকানটি চালাচ্ছিল। তিনি বলেন, গত ৫ এপ্রিল প্রতিদিনের মতো বাসা থেকে দোকানে যাওয়ার জন্য শাওন বাড়ি থেকে বের হয়। মদের চালান আটকের জের ॥ দুই নারী গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারীতে মদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই নারী গুলিবিদ্ধসহ আহত হয়েছে চারজন। বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার থানায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের রামদাসহাট এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যরা সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে গুলি করে। ঘটনার পর রবিবার ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় ও আদালতে দুটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, চিহ্নিত মাদক বিক্রেতা ইসমাইল ও জাহেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। বুধবার সন্ধ্যার দিকে এলাকার তিন রাস্তার মাথা দিয়ে অভিযুক্ত ইসমাইল অটোরিক্সাযোগে চোলাই মদের চালান নিয়ে যাচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক ও থানায় সোপর্দ করে।
×