ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতার সেলুলয়েড উৎসবে ‘সবাই একজাত’ পুরস্কৃত

প্রকাশিত: ০৩:৫৯, ১৭ এপ্রিল ২০১৭

কলকাতার সেলুলয়েড উৎসবে ‘সবাই একজাত’ পুরস্কৃত

স্টাফ রিপোর্টার ॥ কলকাতার সেলুলয়েড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামান্যচিত্র স্ক্রীন ই খাশে ভূষিত হলো বাংলাদেশের নির্মাতা মৃদুল মামুনের চলচ্চিত্র ‘সবাই একজাত’। নির্মাতা জানান, ১৪২৩ বঙ্গাব্দ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নানা ঘটনার বছর হলেও বছরের শেষটা হলো আন্তর্জাতিক প্রাপ্তির মধ্য দিয়ে অর্থাৎ গত ৮ থেকে ১০ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েড ১৭’ হতে প্রাপ্তি যোগ হল আমাদের প্রামাণ্য চলচ্চিত্রে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে স্ক্রীন-ই-খাশে ভূষিত হয়। উৎসবে ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেত্রী অপরাজিতা ঘোষ, আর জে. প্রাভীনসহ কলকাতার খ্যাতিমান তারকা ও নির্মাতারা উপস্থিত ছিলেন। প্রামান্যচিত্রটি সম্পর্কে তিনি বলেন, এটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিসংগ্রামে পাকিস্তানি বংশোদ্ভূত বীর মুক্তিযোদ্ধা মো: আফজালের সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে। একজন পশ্চিম পাকিস্তানির সন্তান হয়েও একাত্তর সালে কি কারণে তাঁর স্বজাতির বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি? এই প্রামাণ্যচিত্রে সেই প্রশ্নেরই উত্তর দেয়ার চেষ্টা করা হয়েছে। ছবিটিতে তাঁর কণ্ঠে ৭১ সালের জাতিগত ভাবনা, মানবতা বিরোধী অপরাধ এবং নারী ধর্ষণের চিত্র ফুটে উঠে।
×