ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসরের গির্জায় আইএসের হামলা

প্রকাশিত: ০৬:৪৪, ১২ এপ্রিল ২০১৭

মিসরের গির্জায় আইএসের হামলা

নীল নদের তীরবর্তী শহর তানতায় সেন্ট জর্জ কপটিক চার্চে প্রথম হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত হন। কয়েক ঘণ্টা পর আলেক্সান্দ্রিয়ার সেন্ট মার্ক কপটিক চার্চে দ্বিতীয় হামলায় তিন পুলিশসহ অন্তত ১৬ জন নিহত এবং ৪১ জন আহত হন। মিসরে কপটিক খ্র্রীস্টানদের দুটি গির্জায় বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল নাইল নিউজ এর খবরে বলা হয়, রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুটি হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আইএস এর মুখপত্র আমাক বলছে, ইসলামিক স্টেটের অংশ একটি দল মিসরের তানতা এবং আলেক্সান্দ্রিয়া শহরের দুইটি গির্জায় হামলা চালিয়েছে। আলেক্সান্দ্রিয়ার গির্জায় হামলার সময় কপটিক গির্জার প্রধান পোপ তাওয়াদ্রোস (দ্বিতীয়) সেখানে একটি মেসে অংশ নিচ্ছিলেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী পোপ তাওয়াদ্রোস অক্ষত আছেন। সূত্র : ইন্টারনেট
×