ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওড়িশী নৃত্যকে ছড়িয়ে দিতে চাই ॥ প্রমা অবন্তী

প্রকাশিত: ০৫:৪০, ৮ এপ্রিল ২০১৭

ওড়িশী নৃত্যকে ছড়িয়ে দিতে চাই ॥ প্রমা অবন্তী

ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী। নৃত্য সাধনাই যার জীবনের ব্রত। নিরলস চেষ্টা ও অদম্য ইচ্ছাকে আঁকড়ে ধরে তিনি দীর্ঘদিন নৃত্যচর্চা করে চলেছেন। ওড়িশী নৃত্যের অমিয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে তার শিক্ষালব্ধ জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন। প্রবাদ প্রতিম পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের এই শিষ্য গুরু পৌষালী মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এখনও ওড়িশী নৃত্য চর্চা করছেন। চট্টগ্রামে গড়ে তুলেছেন ‘ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’। প্রতিষ্ঠানটির ষষ্ঠদশ বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নৃত্যোৎসব। উৎসবে তার গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হবে দলীয় নৃত্য। অনুষ্ঠানে তিনি একক ওড়িশী নৃত্য পরিবেশন করবেন। উৎসব ও নৃত্য নিয়ে তার সঙ্গে কথা হয়। নৃত্যোৎসব সম্পর্কে বলুন? প্রমা অবন্তী : বিশুদ্ধ ওড়িশী ও রবীন্দ্র নৃত্যচর্চাকে বিস্তৃত করার লক্ষ্যে ‘ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ষষ্ঠদশ বছরে পদার্পণ উপলক্ষে আমাদের এই আয়োজন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে উৎসবের উদ্বোধনী পর্ব। এতে আমাদের প্রতিষ্ঠানের ৬৫ ওড়িশী নৃত্যশিল্পী অংশ নেবেন। উদ্বোধনী সন্ধ্যায় নৃত্যশিল্পী ও নির্দেশক আমানুল হক, মিনু হক, সাজু আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ ও তামান্না রহমানকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ভারতের প্রখ্যাত ওড়িশী নৃত্যগুরু পৌষালী মুখার্জী, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় পরিবেশিত হবে কাজী নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত অবলম্বনে নৃত্যালেখ্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’। দেশে ওড়িশী নৃত্যের অবস্থান সম্পর্কে বলুন? প্রমা অবন্তী : ধীরে ধীরে এ নৃত্যের গ্রহণযোগ্যতা বাড়ছে। ওড়িশী নৃত্য আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত। এতে নান্দনিকতা আছে, নমনীয়তা আছে। নাচ শেখার প্রথম দিকের কথা বলুন? প্রমা অবন্তী : একুশে পদকপ্রাপ্ত শিল্পী রুনু বিশ্বাসের কাছে আমার নৃত্যে হাতেখড়ি। চট্টগ্রামের আলাউদ্দীন ললিতকলা একাডেমিতে নাচ শেখার সময় ১৯৮৮ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। এ সময় আমি গুরু খগেন্দ্রনাথ বর্মণ ও গুরু সুচিত্রা মিত্রের কাছে ভরতনাট্যমে তালিম নেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ওড়িশী বিভাগে বিএ (অনার্স) এমএ (মাস্টার্স)তে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হই। পদ্ম বিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র ও পদ্মশ্রী সংযুক্তা পানিগ্রাহীর কাছে ওড়িশী নৃত্যে তালিম নেই। গুরু পৌষালী মুখার্জীর তত্ত্বাবধানে এখনও ওড়িশী নৃত্যে তালিম নিচ্ছি। নাচের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কেমন? প্রমা অবন্তী : নাচের প্রতি এ প্রজন্মের অনেক আগ্রহ। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে মঞ্চে সীমাবদ্ধ। নাচ যেহেতু দীর্ঘ চর্চার একটি বিষয়, অনেকে খুব অল্প সময়ে চর্চা করেই টিভি বা অন্য কোন বিনোদন মাধ্যমে পারফর্ম করতে শুরু করে। মাডার্ন ড্যান্সের নাম করে কুরুচীপূর্ণ নাচ দেখানো উচিত নয়। মনে রাখা উচিত নাচ শুধুমাত্র বিনোদন নয়, এটা নান্দনিক একটি বিষয়। নাচ নিয়ে আপনার আগামী পরিকল্পনা কি? প্রমা অবন্তী : ওড়িশী নৃত্যকে সবশ্রেনীর মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি রবীন্দ্র ও নজরুল নৃত্যচর্চাকে বিশেষ এক রূপ দেয়ার জন্য কাজ করতে চাই। Ñগৌতম পা-ে
×