ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর লেখা প্রবন্ধ বিবৃতি ও সাক্ষাতকার নিয়ে ‘বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন শীঘ্রই

প্রকাশিত: ০৭:৫৫, ৪ এপ্রিল ২০১৭

বঙ্গবন্ধুর লেখা প্রবন্ধ বিবৃতি ও সাক্ষাতকার নিয়ে ‘বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন শীঘ্রই

ঢাবি সংবাদদাতা ॥ এই দেশ আমার, এই মাটি আমার, এই নদী আমার; এই দেশের সত্যিকার মুক্তির জন্য, এই মাটির আজাদীর জন্য, এই বাতাসকে নির্মল করার জন্য, এই নদীতে জোয়ার আনার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করিয়া যাইবে। শেখ মুজিবকে ফাঁসি দেয়া সম্ভব; কিন্তু এই ফাঁসির রক্তের প্রতি ফোঁটা হইতে লক্ষ লক্ষ মুজিব জন্মগ্রহণ করিয়া সংগ্রামকে জোরদার করিবে। এই দৃশ্যপট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তব্য, বাণী, বিবৃতি, নির্দেশ, সাক্ষাতকার ও দুর্লভ কিছু ছবি নিয়ে রচিত ‘বাংলাদেশ’ নামক বই থেকে নেয়া। এক হাজার ৮০ পৃষ্ঠার এ বইটি সম্পাদনা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাজী সিরাজুল ইসলাম ও জাহিদ হোসেন। বইটি প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ১৭ মার্চ ২০১৭ খ্রিস্টাব্দে বইটি প্রকাশ করা হয়। শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আরেফিন সিদ্দিক। বইটিতে বঙ্গবন্ধুর লেখা পাঁচ প্রবন্ধ, ৫২৭ বিবৃতি ও বক্তৃতা, ৩২ বাণী, ১৭ নির্দেশ, তিনটি সাক্ষাতকার, ১২ বিষয় নিয়ে বহু উপাধিতে ভূষিত শেখ মুজিবুর রহমান, ১৭টি ঐতিহাসিক দলিলপত্র এবং ২২১ দুর্লভ ছবি রয়েছে। এর সঙ্গে তার উপাধিসমূহ, সংক্ষিপ্ত জীবনী এবং কয়েকটি ঐতিহাসিক দলিলপত্র সন্নিবেশিত করা হয়েছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। বইটি পাওয়া যাবে সাহিত্য প্রকাশে। গ্রন্থটি সম্পাদনা করতে দশ বছর সময় লেগেছে। সব তথ্য পূর্ব পাকিস্তানের তৎকালীন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। বইয়ে পত্রিকার বেশকিছু শব্দের অর্থ অপরিবর্তিত রেখে প্রচলিত বানান পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ১৯৪৮-১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় এবং পুস্তকে প্রকাশিত বঙ্গবন্ধুর মূল্যবান বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাতকার ও ছবির বিশাল ভা-ার থেকে যৎসামান্য বাংলাদেশ বইয়ে সন্নিবেশিত হয়েছে। বইটির সম্পাদক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য। বাংলাদেশকে জানতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত ৫৫ বছরের জীবনের ৩৮ বছরই ছিল রাজনৈতিক জীবন। ছাত্র থাকাকালেই তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য সংগ্রাম করেছেন। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনদর্শনকে জানানোর লক্ষ্যে বইটি রচিত। বঙ্গবন্ধু আমাদের জন্য বিরল সম্পদ। তার স্মৃতি নিয়ে গবেষণা, রচনা নতুন প্রজন্মের জন্য অব্যাহত রাখতে হবে। তথ্যবহুল এই বইটি লেখার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির উদ্যোগে। প্রায় ১০ বছর সময় লেগেছে বইটি প্রকাশের জন্য।
×