ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে মস্কো অবশ্যই নাক গলিয়েছে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে

প্রকাশিত: ০৩:৪৬, ৪ এপ্রিল ২০১৭

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রশ্নাতীতভাবেই রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। রবিবার এবিসি নিউজ চ্যানেলে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কারণে মস্কোর ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবে ওয়াশিংটন। খবর এএফপি/ইয়াহু নিউজের। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এ সতর্কবাণী উচ্চারণ করে দাবি করেছেন, ‘নিঃসন্দেহে’ প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় তদন্ত শেষে ক্রেমলিনের এ পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিকি হ্যালি হচ্ছেন ট্রাম্পেরই নিয়োগ দেয়া জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেই হ্যালিই এবার ট্রাম্পের দাবির বিপরীত মন্তব্য করলেন। হ্যালি অবশ্য বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা করতে ট্রাম্প তাকে কোন ধরনের বাধা দেননি। হ্যালি বলেছেন, ‘সুনিশ্চিতভাবেই আমি মনে করি রাশিয়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই নিয়ে কোন প্রশ্নের অবকাশ নেই। আমি মনে করি তারা যখন কাজটি শেষ করেছে তখন তাদের রাশিয়ার কথা প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে। তাদের এটা নিশ্চিত করার প্রয়োজন পড়ে যে তারা এ বিষয়ে উচ্চকণ্ঠ। মার্কিন এই দূত বলেন, কোন দেশ আমাদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকুক এটা আমরা কখনই চাই না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন নির্বাচনে তার দেশের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। অন্যদিকে ওই নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে গোপন যোগসাজশের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প রাশিয়ার পক্ষ থেকে ওই নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টনের ই-মেইল হ্যাক হওয়ার কথা স্বীকার করলেও বলেছেন, নির্বাচনের ফলাফলের ওপর এর কোন প্রভাব পড়েনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার আমন্ত্রণে সাড়া দিয়ে সাউথ ক্যারোলিনার গবর্নরের পদ ত্যাগ করে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদ গ্রহণ করেন ৪৫ বছর বয়সী হ্যালি। তিনি সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে আরও বলেন, আমরা চাই না আমাদের নির্বাচনে বাইরের কেউ হস্তক্ষেপ করুক। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে রাশিয়া এ নির্বাচনে হস্তক্ষেপ করেছে। গত জানুয়ারি মাসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, নবেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য রাশিয়া কাজ করেছে। এছাড়া, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনের দল ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মস্কোর হস্তক্ষেপের কারণেই ট্রাম্প ওই নির্বাচনে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
×