ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে পাঁচ শ’ নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প ডিআইইউর

প্রকাশিত: ০৬:০৫, ২ এপ্রিল ২০১৭

পাঁচ বছরে পাঁচ শ’ নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প ডিআইইউর

স্টাফ রিপোর্টার ॥ দেশের আর্থসামাজিক উন্নয়ন, বেকার সমস্যা সমাধান ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ‘এন্টারপ্রিনিয়ারশিপ’ বিভাগ ‘৫০০ উদ্যোক্তা তৈরি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় সারাদেশ থেকে বাছাই করা যোগ্য এবং উদ্যমী তরুণ-তরুণীদের পূর্ণাঙ্গ বৃত্তিসহ সফল উদ্যোক্তা তৈরি করা পর্যন্ত নানা ধরনের সহযোগিতা প্রদান করা হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির পক্ষে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক (স্টুডেন্ট এ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু ও এন্টারপ্রিনিয়ারশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ?’ শীর্ষক এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য হচ্ছে বিজয়ীদের জন্য চার বছরের স্নাতক (সম্মান) কোর্সে অধ্যয়নের সুযোগ দেয়া। যথাযথ জ্ঞান ও সঠিক দিক-নির্দেশনার অভাবে অনেক উদ্যোক্তা সফলভাবে বেড়ে উঠতে পারে না। এ কর্মসূচীর আওতায় স্বতন্ত্র প্ল্যাটফর্মের মাধ্যমে ‘এন্টারপ্রিনিয়ারশিপ’ বিভাগের অধীনে হাতে-কলমে কাজ শিখতে শিখতে অপেশাদার উদ্যোক্তারাও প্রশিক্ষিত ও স্নাতক ডিগ্রী অর্জনের সুযোগ পাবে। সম্ভাবনাময় ও আশাপ্রদ বিজয়ী উদ্যোক্তাদের চার বছর মেয়াদী স্নাতক কোর্সে অধ্যয়নকালে শতভাগ বৃত্তির পাশাপাশি ব্যবহারিক ও তত্ত্বীয় শিক্ষা দেয়া হবে; যা তাদের একজন সফল উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।
×