ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুর গিটারের সুরে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৪:০৮, ২৬ মার্চ ২০১৭

আইয়ুব বাচ্চুর গিটারের সুরে মুগ্ধ দর্শক

গৌতম পাণ্ডে ॥ গিটারের সুরে কখনও অনুরণিত হচ্ছে দেশমাতৃকার সুর, আবার কখনও বাউল গানের আবহ। শাস্ত্রীয় সঙ্গীতের সুরের অবতারণনা করতেও কুণ্ঠাবোধ করলেন না কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মুহুর্মুহু সময় ধরে তিনি রক ও জ্যাজের মিশেল, ডিপ পার্পল, গিটার ফিউশন, চলো বদলে যাই, সেই তুমি, এখন অনেক রাত ছাড়াও জনপ্রিয় আরও গান গিটারের তারে ছড়িয়ে দেন। ‘ছয়টি তারে লুকিয়ে আছে ছয় রকমের কষ্ট আমার.... গিটার কাঁদতে জানে...’ এ গান মাহফুজ আনাম জেমসের কণ্ঠের। কিন্তু বাস্তবিক এ কথামালার যথার্থ পরিচয় দিলেন উপমহাদেশের অন্যতম সেরা এ গিটারিস্ট। কোন এক সময়ে গিটার কেনার পয়সা ছিল না এ তারকার, এখন তিনি গিটার নিয়ে খেলতে জানেন, গিটারে কাঁদাতে জানেন, হাসাতেও জানেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাফ্লিক্স প্রেজেন্টস ‘সাউন্ড অব সাইলেন্স’ নামের গিটার শো-তে সে কারিশমাই দেখালেন এ লিজেন্ডারি গিটারিস্ট। দুই ঘণ্টাব্যাপী আয়োজিত এ গিটার শো-তে আইয়ুব বাচ্চু ও এলআরবি ব্যান্ডের তিন সহযোদ্ধার পরিবেশনায় গিটারের মূর্ছনায় মুগ্ধ হন সবাই। এতদিন শুধু গানের পাশাপাশি গিটার জাদু উপভোগ করলেও এবার ভক্তরা সরাসরি শুধু গিটারের ঝঙ্কার উপভোগ করলেন। গিটারের ছয় তারে তিনি যে নান্দনিক সুর সৃষ্টি করেন, সেটা অসাধারণ। সন্ধ্যা সাড়ে ছয়টার পরপর দেখা দিলেন বাচ্চু। গ্যালারি থেকে ভেসে আসতে লাগল ‘লাভ ইউ বস’ রব। জবাবে তিনিও বললেন লাভ ইউ। মঞ্চে উঠেই মিনিট দশেক রক সুরে মাতালেন গ্যালারি। আইয়ুব বাচ্চু বলেন, বাঙালী গানপ্রিয় জাতি। বাংলাদেশের মতো গানপাগল মানুষ পৃথিবীর আর কোথাও নেই। তিনি বলেন, আমাদের দেশে গায়ক জনপ্রিয়তা পায়। কিন্তু গিটারিস্টরা পায় না। অথচ একজন গিটারিস্টের অবদানও কোন অংশে কম নয়। তাই গিটারিস্টদের বলতে চাই, তোমরা গিটার বাজিয়ে যাও। নিজেদের অবস্থান একদিন ঠিকই মজবুত করতে পারবে। একটা পরিবেশনা শেষ হচ্ছে আর উপস্থিত দর্শকরা হাততালি আর চিৎকারের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এ গিটার শো যৌথভাবে আয়োজন করেছে উইজার্ড শোবিজ, ডিজে প্রো এবং এবি কিচেন। আইয়ুব বাচ্চুর এ পরিবেশনা দেখতে শুধু সাধারণ দর্শকরাই নন, দেশের নানা স্তরের মিউজিশিয়ানরাও হাজির হয়েছিলেন। আগামীতে দেশের ছয়টি বিভাগীয় শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেটা চলতি বছরের মধ্যেই। সেখানেও গিটারের সুরে মাতাবেন আইয়ুব বাচ্চু ও তার দল। এমনটাই জানিয়েছে আয়োজক সূত্র।
×