ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে মাটি লুটের হিড়িক

প্রকাশিত: ০৬:৩০, ২২ মার্চ ২০১৭

সিরাজদিখানে মাটি লুটের হিড়িক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে মালিকানা ও সরকারি খাস জমির মাটি লুটের হিড়িক চলছে। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামে প্রভাবশালী একটি চক্র দীর্র্ঘদিন ধরে অবাধে মাটি কেটে বিক্রি করছে বিভিন্ন ইটভাটাতে। প্রতিদিন শত শত ট্রাকভর্তি মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই সংঘবদ্ধ চক্রটি। ভুক্তভোগী চান্দের গ্রামের তমিজ উদ্দিনের পুত্র খোরশেদ আলম জানান, আমার মালিকানা জমি যার আর এস ২৪৩ দাগের সম্পত্তি থেকে এলাকার প্রভাবশালী মৃত সুরুজ মিয়ার ছেলে আলীমুদ্দিন, মৃত মিছির আলীর পুত্র কালাচান মাদবর, রমিজউদ্দিনের পুত্র জাহিদ হাসান, দুদু মিয়ার পুত্র ফজল করিম, রশিদ মিয়ার পুত্র ইস্রাফিল ৪৫ মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিতে গেলেও আমাকে প্রাণনাশের হুমকি দেয়। অভিযুক্ত কালাচান মাতব্বর মাটি কাটার কথা স্বীকার করে বলেন, এটা আমার বাবা-দাদার সম্পত্তি তাই মাটি কাটছি। সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মাটি কাটার ব্যাপারে আমার কাছে এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
×