ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ভণ্ডুল

প্রকাশিত: ০৪:৪৫, ২১ মার্চ ২০১৭

বাল্যবিয়ে ভণ্ডুল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাল্যবিয়ে আটকালো শিক্ষার্থীরা। সোমবার ভোররাতে আশামনি আক্তারকে (১৪) বিয়ের পিঁড়িতে বসানোর আয়োজন চলছিল। সে সময় গ্রামের একদল শিক্ষার্থী বিয়ে বাড়িতে গিয়ে ভ-ুল করে দেয় বাল্যবিয়ের অনুষ্ঠান। কুড়িগ্রাম শহরের বকসীপাড়া এলাকায় মাঝরাতে মৃত আফছার আলীর কন্যা ও বেগম নুরন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আশামনি আক্তারকে গোপনে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ওই এলাকার কিছু মানুষ মোবাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাকিবের কাছে সহযোগিতা চায়। পরে শাকিব একদল শিক্ষার্থীকে নিয়ে ঘটনাস্থলে গেলে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছেলে পক্ষের লোকজন সটকে পড়ে। এতে বাল্যবিয়ে ভেস্তে যায়। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২০ মার্চ ॥ সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার ২ শ’ টাকা করে প্রদান করা হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এমদাদুর রহমানের অফিসে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
×