ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার ॥ আমীর খসরু

প্রকাশিত: ০৪:৪৯, ১৯ মার্চ ২০১৭

জঙ্গীবাদকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার ॥ আমীর খসরু

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদকে মূলধন হিসেবে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেহেত সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন, সেজন্য তাদের অনেক গণবিরোধী কাজ করতে হচ্ছে। আর এই অনেক গণবিরোধী কাজের মধ্যে একটি হচ্ছে জঙ্গীবাদকে রাজনৈতিক ফায়দা লাভের কাজে ব্যবহার করা। রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘স্বাধীনতা দিবসের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমাজ কল্যাণ দল। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে এই ধরনের হামলার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যখন কোন একটা বিশেষ ইস্যু চলে আসে, সরকারকে জবাবদিহি করতে হয়, তখন জঙ্গীবাদ সামনে চলে আসে। সামনে প্রধানমন্ত্রীর ভারত সফর রয়েছে। ঠিক ভারত সফরের আগ মুহূর্তে আমরা জঙ্গীবাদের কথা শুনছি নতুন করে। কয়েকদিন আগে শুনলাম ‘র’ এবং আমেরিকার কারসাজিতে নাকি বিএনপি ক্ষমতায় এসেছিল। এ কথাগুলোও আসছে প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে। এখন আবার শুনছি জঙ্গীবাদের কথা। জঙ্গীবাদ নিয়ে সরকারের বর্তমান কর্মকা- জাতি বিশ্বাস করে না। এ কয়েকদিন ধরে আমরা কিছু জঙ্গীবাদের ঘটনা দেখছি। এই যে ঘটনাগুলো ও সরকারের যে এ্যাকশন এগুলোর প্রতি জাতির কোন বিশ্বাস নাই। যেখানে জাতির বিশ্বাস নাই, সেখানে শুধু র‌্যাব-পুলিশ দিয়ে কিভাবে জঙ্গীবাদ দমন করবেন? জঙ্গীবাদ একটি কঠিন বিষয়, এটিকে নিয়ে হেলাফেলা করা চলে না। তিনি বলেন, জঙ্গীবাদ ঠেকাতে হলে জাতীয় ঐক্য দরকার। কারণ জঙ্গীবাদ শুধু কোন রাজনৈতিক দলের বিরোধী নয়, তারা দেশেরবিরোধী, জনগণের বিরোধী। জঙ্গীবাদ ঠেকাতে খালেদা জিয়া বারবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সরকার সেই ঐক্যের ডাকে সাড়া দেয়নি। কারণ জঙ্গীবাদকে সরকার রাজনৈতিক ফায়দা নিতে ব্যবহার করছে। খসরু আরও বলেন, বহির্শক্তির কাছে নিজেদের বৈধতা প্রমাণ করার জন্য জঙ্গীবাদকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে যে জঙ্গীবাদ হচ্ছে আমরা এর বিরোধী। আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। জঙ্গীবাদকে ব্যবহার না করে তার মূলোৎপাটনে সব দলকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানান তিনি। এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিও জানান। জঙ্গী হামলা নিয়ে জনমনে নানা প্রশ্ন রিজভী ॥ এদিকে জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যে সময় বাংলাদেশকে প্রতিরক্ষা চুক্তি করার চাপ দিচ্ছে, ঠিক সেই সময়ে হঠাৎ করে বিভিন্ন জায়গায় জঙ্গী হামলা বেড়ে যাচ্ছে। এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষমতাসীন সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জঙ্গীবাদ জিইয়ে রাখতে চায়। শনিবারে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, সরকার জঙ্গীবাদ চিহ্নিত করে তা নির্মূল করার ক্ষেত্রেও আন্তরিক নয়। কার্যকর পদক্ষেপও নিচ্ছে না। আশকোনায় র‌্যাবের ক্যাম্পে জঙ্গী হামলার বিষয়ে বলেন, সরকারের অনেক নেতা, মন্ত্রীরা বলেন, তারা নাকি দেশকে স্বস্তি দিয়েছেন। দেশের মানুষ নাকি শান্তিতে বসবাস করছে। সরকার জঙ্গীবাদ নির্মূলে সফলতার দাবি করেছে। কিন্তু এসবের সত্যতার চিহ্ন পেলাম না।
×