ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভূমি দস্যুদের পেটে ঢুকে পুরো সড়কই গায়েব

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ মার্চ ২০১৭

নীলফামারীতে ভূমি দস্যুদের পেটে ঢুকে পুরো সড়কই গায়েব

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের রায়পাড়া গ্রামের মাটির সড়কটি খেয়ে ফেলেছে ভূমিদস্যুরা। ফলে ওই গ্রামের দু’শ’ পরিবারকে এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শত বর্ষের ওই মাটির রাস্তাটির দুই ধারের মাটি কেটে কেটে আবাদী জমির মালিকরা তাদের জমির সঙ্গে মিলিয়ে নিয়েছে। সেই সঙ্গে সড়কটির দুই ধারের গাছও কেটে নিয়েছে। ফলে সড়কটি এখন জমির আইলে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১৯৪০ ও ৬২ এবং ২০০০ সালের ভূমি জরিপের নক্সায় সড়কটির ২০ লিঙ্ক চওড়া ও কোয়ার্টার কিলোমিটার দৈর্ঘ্যরে অস্তিত্ব রয়েছে। সরকারী অংশে সড়কটিতে ৮১ শতক জমির পরিমাণ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ মাটির সড়কের দুই পাশের জমির মালিক ইছা হক, সিদ্দিক, আইয়ুব তৈয়ব, সহির উদ্দিন টুকু, আব্দুলের পরিবারের লোকজন দুই ধারের মাটি কেটে তাদের ফসলী জমিতে পরিণত করেছে। এখন আর সড়কটি নেই, আছে সরু আইল। যার উপর দিয়ে মানুষজন কোন রকমে হাঁটাহাঁটি করতে পারলেও চলতে পারে না কোন যানবাহন। ফলে হলহলিয়ার প্রধান পাকা সড়ক হতে রায়পাড়া গ্রাম চলাচলা বিকল্প হিসাবে দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগ দেয়া হলেও কোন কার্যকারিতা গ্রহণ করা হয়নি। জোড়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার অশ্বিনী কুমার রায় জানান, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে অবগত করেছি । ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন বলেন, সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×