ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:১৬, ১৭ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

নারকীয় উত্তর কোরিয়া! স্বৈরতন্ত্রের লৌহ বেষ্টনীতে মোড়া দেশ উত্তর কোরিয়ার প্রসঙ্গ ওঠলে চোখের সামনে ভেসে ওঠে অত্যাচারে অতীষ্ঠ হওয়া একদল মানুষের কথা। কমিউনিস্ট দেশটির যুদ্ধবাজ রাষ্ট্রনেতা কিম জং উনের সামরিক আস্ফালন ও অপচয়ের ফল ভোগ করতে হচ্ছে সে দেশের জনগণকে। এই অত্যাচার থেকে মুক্তি পেতে জন্মভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হলেন যুবতী ইওনমি পার্ক। ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট’ নামের একটি অনুষ্ঠানে পার্ক বলেন, শৈশবে তার চোখের সামনেই ধর্ষণ করা হয় তাঁর মাকে। হলিউডের সিনেমা দেখার অপরাধে হত্যা করা হয় তাঁর বন্ধুর মাকে। -গার্ডিয়ান নদীর মানবাধিকার! নিউজিল্যান্ডের হোয়াংগানুই নদীকে জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো মানুষের সমান আইনগত অধিকার দেয়া হলো। মাওরিরা হোয়াংগানুই নদীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। নদীর স্বার্থ দেখার দায়িত্ব দেয়া হয়েছে দুজন মানুষের ওপর। নিউজিল্যান্ডের একজন মন্ত্রী ক্রিস ফিনলেসন বলছেন, মাওরিরা এই অধিকারটুকুর জন্য গত ১৬০ বছর ধরে লড়াই করেছে। আমি জানি একটা প্রাকৃতিক সম্পদকে আইনগত অধিকার দেয়ার ঘটনা অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে। বিবিসি
×