ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা ॥ জড়িতদের বহিষ্কার দাবি

প্রকাশিত: ০৯:১৫, ১৬ মার্চ ২০১৭

ঢাবিতে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা ॥ জড়িতদের বহিষ্কার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিবেদক ইমরান হোসেনের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ঢাবি সাংবাদিক সমিতি। পাশাপাশি এ ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করারও দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে আরও বলা হয়, রাত ৩টার দিকে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা যখন হল প্রাঙ্গণ ত্যাগ করেন তখন লাইট বন্ধ করে, মুখে কাপড় দিয়ে ঢেকে এ ধরনের হামলার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে সুপরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ ও নয়ন হাওলাদারের নির্দেশেই এ হামলা হয়। তাই প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ছাত্রলীগ বানিয়ে বহিষ্কার করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা কখনই মেনে নেয়া হবে না। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার (আজ বৃহস্পতিবার বিকেল ৫টা) মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং ছাত্রলীগকে বিজয় একাত্তর হল শাখার কমিটি বিলুপ্ত করতে হবে। তা নাহলে সাংবাদিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।
×