ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ মার্চ ২০১৭

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৪ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তারাব পৌরসভার সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ ও মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা ফয়সাল ইসলাম নামে এক যাত্রীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তারাব পৌরসভার সামনে বাস রেখে ড্রাইভার, হেলপারসহ ডাকাতরা পালিয়ে যায়। ছয় মাসেই পুকুরের গাইড ওয়াল হেলে পড়েছে নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ মার্চ ॥ উপজেলা পরিষদের সামনে পুকুরে একটি গাইড ওয়াল হেলে পড়েছে। জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় ৪ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ এই গাইড ওয়ালটি নির্মাণ করা হয়। নাসিম ব্রাদার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান গত ৬ মাস আগে গাইড ওয়ালের নির্মাণ কাজ শেষ করে বিল উত্তোলন করে নিয়েছেন। সোমবার এ গাইড ওয়ালটি হেলে পড়েছে। অভিযোগ রয়েছে, অপরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ এবং সিডিউল অনুযায়ী কাজ না করায় গাইড ওয়ালটি হেলে পড়েছে। উপজেলা প্রকৌশল অধিদফতর এ কাজটি তদারকির দায়িত্বে ছিলেন। এ ব্যাপারে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান বলেন, সিডিউল অনুযায়ী কাজ হয়েছে। অতিরিক্ত বর্ষার কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাইড ওয়ালটি হেলে পড়েছে। ছয় দিনেও মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে নিখোঁজের ছয় দিনেও মাদ্রাসাছাত্র আজিজুর রহমান রাজনের (১৮) সন্ধান পাওয়া যায়নি। সে উপজেলার তাতিকোনা গ্রামের আফিজ আলীর ছেলে ও স্থানীয় নাজির বাজার দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আফিজ আলী বাদী হয়ে গত রবিবার রাতে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৫১০। জানা গেছে, মাদ্রাসাছাত্র আজিজুর রহমার রাজন গত ৯ মার্চ প্রতিদিনের মতো বিকেল ৩টায় নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু মাদ্রাসা ছুটি শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন মাদ্রাসায় যোগাযোগ করলে মাদ্রাসার শিক্ষকরা জানান, সে ওই দিন মাদ্রাসায় যায়নি। এরপর তার পরিবারের লোকজন সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়ে তার কোনো সন্ধান পাননি।
×