ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিঠে এন্টেনা ও ট্র্যাকারযুক্ত কচ্ছপ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩২, ১৪ মার্চ ২০১৭

পিঠে এন্টেনা ও ট্র্যাকারযুক্ত কচ্ছপ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কপোতাক্ষ নদের টিআরএমভুক্ত পাখিমারা বিল থেকে পিঠে এন্টেনা ও ট্র্যাকারযুক্ত একটি কচ্ছপ (কাছিম) উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে স্থানীয় বাসিন্দা শেখ ওহাব উদ্দিন কচ্ছপটি পায়। পরে কচ্ছপটি স্থানীয় শ্রীমন্তকাটি নতুন বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে এই অদ্ভুত যন্ত্রযুক্ত কচ্ছপটি দেখে জনগণ খেশরা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে কচ্ছপটি উদ্ধার করে তালা থানায় পাঠানো হয়। তালা থানার ওসি মোঃ হাসান হাফিজুর রহমান সোমবার বিকেলে জনকণ্ঠকে জানান, কচ্ছপের পিঠে একটি এন্টেনা, একটি জিপিএস ট্র্যাকার সেট করা আছে। কচ্ছপটি সুন্দরবনের করমজলের জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক একটি অস্ট্রেলিয়ান প্রকল্পের বলে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কোন কারণে কচ্ছপটি কপোতাক্ষ হয়ে এই এলাকায় চলে আসে। ওসি জানান, সুন্দরবনের করমজলে ছেড়ে দেয়ার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে সোমবার বিকেলে কচ্ছপটি হস্তান্তর করা হয়েছে। কচ্ছপের পিঠে থাকা স্টিকারে লেখা আছে-ওউ ১৬৫৩৩৭-চঙ ২৭৯১, PROJECT-BATAGUR-BASKA, VIENNA-ZOO, BANGLADESH-2016, STRTRACK.।
×