ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ

প্রকাশিত: ০৮:১৯, ১১ মার্চ ২০১৭

রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে বৃহস্পতিবার রাতে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে র‌্যাব। গাড়িটির আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগের একটি ভবনের নিচ তলার গ্যারেজ থেকে দামী এই গাড়িটি জব্দ করা হয়। গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। এএসপি আমিনুল জানান, এ বিষয়ে বাড়ির মালিক আবুল কালাম আজাদকে জানান, তার বন্ধু আবুল হোসেন দেড় মাস আগে গাড়িটি এখানে রেখে গেছেন। পরে আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি চট্টগ্রামের জিয়াউল হকের কাছে টাকা পেতেন। পরে জিয়া দেনার টাকা পরিশোধ না করে গাড়িটি তার জিম্মায় রাখেন। তিনি আরও জানান, তার কাছে গাড়িটির কোন কাগজপত্র জিয়া হস্তান্তর করেনি। জিয়ার সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর চাওয়া হলে আবুল হোসেন জানান, জিয়ার মোবাইল নম্বর তার কাছে নেই। তার সঠিক ঠিকানাও তিনি জানেন না। আবুল হোসেনের কাছে সঠিক কাগজপত্র না থাকায় এবং কথা সন্দেহজনক হওয়ায় গাড়িটির নিবন্ধন ও নম্বর যাচাইয়ের জন্য বিআরটিএতে তথ্য অনুসন্ধান করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, ওই রেজিস্ট্রেশন নম্বরটি একটি টয়োটা এম কর্পো (১৯৯৭) নামক গাড়ির। যার মালিক তানভীর রহমান। যিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। বিএমডব্লিউ গাড়িটির চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বর দিয়ে খোঁজ করেও এর বিপরীতে কোন তথ্য পাওয়া যায়নি। ফলে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার ও সঠিক কাগজপত্র না থাকায় ধারণা করা হচ্ছে, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে কালো টাকার বিনিময়ে কেনা হয়েছে।
×