ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় চার্চের নৈশ প্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ৩

প্রকাশিত: ০৮:১৬, ১১ মার্চ ২০১৭

পাবনায় চার্চের নৈশ প্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ৩

নিজস্ব সংবাাদদাতা, পাবনা, ১০ মার্চ ॥ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশপ্রহরী গিলবার্ট ডি কস্তা (৬৫) কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরী তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে চার্চের অন্যান্যরা আহত গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো, চাটমোহর উপজেলার লাউতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে রাজীব হোসেন (১৮), আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৮) ও লাল চাঁদ মিয়ার ছেলে ফরিদ হোসেন। আহত গিলবার্ট হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। কি কারণে নৈশপ্রহরীর ওপর হামলা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের দেয়া তথ্যের ভিত্তিতে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
×