ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই সাবমেরিন কমিশনিং

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন ১২ মার্চ

প্রকাশিত: ০৮:৫০, ১০ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন ১২ মার্চ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে প্রথমবারের মতো সংযুক্ত দুটি সাবমেরিনের আনুষ্ঠানিক কমিশনিং হচ্ছে ১২ মার্চ চট্টগ্রামের বিএনএস ঈশা খাঁ ঘাঁটিতে। ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের এ দুটি সাবমেরিন চীনের তৈরি। তৈরির পর চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে গত বছরের ১৪ নবেম্বর । কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সিনিয়র সম্পাদক ও সাংবাদিকরা। আইএসপিআর সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক শক্তি হিসাবে ভিত রচিত হচ্ছে এ দুটি সাবমেরিন সংযোগের মাধ্যমে। নবযাত্রা ও জয়যাত্রা নামের এ দুটি সাবমেরিন পরিচালনার জন্য ইতোমধ্যেই চীনে নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। এর আগে সী ট্রায়াল সম্পন্ন হয়।
×