ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈকত মণ্ডলের জীবিকার উপকরণ বাঁশ

প্রকাশিত: ০৪:১৪, ১০ মার্চ ২০১৭

সৈকত মণ্ডলের জীবিকার উপকরণ বাঁশ

মোঃ জাফরুল হাসান, কালকিনি, মাদারীপুর, থেকে ॥ শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের সৈকত ম-ল বয়স এখন ৩৮ বছর। জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি আর আগের মতো কঠিন কাজ করতে পারেন না। সংসারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা স্ত্রী ছেলেমেয়েসহ ৭জন। সংসারের খরচ চালানোর দায়িত্ব তার উপরেই। তবে তিনি দমে যাওয়ার পাত্র নন। ঘরের বাড়ান্দায় বসে সকাল থেকে সন্ধ্যা অবধি মাছ ধরার চালন, মাটি কাটার ওড়া(ডালি) ও মুরগির খাঁচা তৈরি করেন। বাঁশ তার কাজের প্রধান উপকরণ। তৈরি মাল বাজারে বিক্রি করে যা আয় করেন তা দিয়ে চলে তার সংসার। আগে শুধু নিজে ব্যবহারের জন্য করতেন। কিন্তু হাটে বাজারে এসব জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় সংসারের খরচের যোগান দিতে সৈকত ম-লের কাছে এ শিল্পের গুরুত্ব বেড়েছে। জানা যায়, কালকিনির গোপালপুর হাট, সাহেবরামপুর হাট, ফাসিয়াতলা হাট ও ঘোষের হাটসহ বিলাঞ্চলের বিভিন্ন গ্রামের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সহস্র্রাধিক পরিবার মাছ ধরার চালন, মাটি কাটার ওড়া ও মুরগির খাঁচা তৈরির কাজের সাথে জরিত। অল্প খরচে বেশি আয় বলে এখন বাঁশের তৈরি এ শিল্পকে বেছে নিয়েছে অনেকেই। জীবিকার তাগিদেই এই শিল্পকে বুকে আগলে রেখেছে তারা। অন্যের মজুরি খাটলেও তাদের কাছে এ শিল্পের গুরুত্ব কম নয়। অন্তর্কোন্দলে বিএনপি অফিস ভাংচুর, আগুন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ মার্চ ॥ জয়পুরহাট বিএনপির জেলা কমিটি ঘোষণার পর দুটি গ্রুপের কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। সেই জেরে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সাবেক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন জেলা বিএনপি অফিসের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের চেয়ার-টেবিলসহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়। দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রেমের অভিনয়ে পাওনা আদায় করতে গিয়ে আটক ৮ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে বান্ধবীকে দিয়ে প্রেমের অভিনয় করে পাওনাদারের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে জনতার হাতে ৮ জন আটক হয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ে গ্রেফতারকৃতরা হলো- সুমাইয়া আক্তার, মাহফুজ শাওন, জীবন, হাবিব, মিঠু, ইমরান, রবিউল ইসলাম ও আতিয়ার হোসেন। পুলিশ আটককৃত ৮ জনকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে বলে পরিদর্শক (তদন্ত) জানায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাত বন্ধু-বান্ধবী বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী।
×