ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের আগাম জামিন

প্রকাশিত: ০৮:৩৪, ২ মার্চ ২০১৭

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক উপমন্ত্রী মোঃ আব্দুল হাইকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠান ও ব্যক্তির ঋণ মওকুফ করা হয়েছে তার একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী মোঃ আব্দুল হাইকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আব্দুল হাইয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক। দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এ ছাড়া ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠান ও ব্যক্তির ঋণ মওকুফ করা হয়েছে তার একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গবর্নরকে এ তালিকা দিতে হবে। একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইনের ২৮ (১) ও ৪৯ (চ) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের এ আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, উক্ত আদেশ ছাড়াও ঋণ মওকুফ পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তি অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছেন কিনা, করে থাকলে তার পরিমাণ উল্লেখ করে একই সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
×