ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জগন্নথপুরে পুর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত

প্রকাশিত: ০২:১০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

জগন্নথপুরে পুর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের জগন্নথপুরে পুর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫জন। সোমবার দুপুরে জগন্নথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাও-কান্ধারগাও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত শিশু কান্ধারগাও গ্রামের নজর উদ্দিনের পুত্র আব্দুল শুকুর (১৩)। আহতদের জগন্নথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একই গ্রামের আব্দুর রউফ ও রইছ উদ্দিনের গ্রুপের মধ্যে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতা-হতের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নোয়াগাও-কান্ধারগাও গ্রামের আব্দুর রউফ ও রইছ উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন পুর্বে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুর্ব বিরোধের জের ধরে আব্দুর রউফের লোকজন হামলা করে রইছ উদ্দিনের লোকজনের উপর। এতে ঘটনাস্থলে আব্দুল শুকুর মারা যায়। এব্যাপারে জগন্নথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আহত আছে আরও কয়েকজন। নিহত ব্যাক্তিকে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ পাঠানো হচ্ছে।
×