ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিলির ৪০ লাখ মানুষ পানি সংকটে

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

চিলির ৪০ লাখ মানুষ পানি সংকটে

অনলাইন ডেস্ক॥ চিলিতে বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে প্রায় ৪০ লাখ মানুষ। বন্যা ও ভূমিধসে এ পানি সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। খাবার পানির উৎস হিসেবে ব্যবহার করা একটি নদীর স্রোত বন্ধ করে দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। পানি সংকটে পড়ে দেশের সব রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান এখন বন্ধ রাখা রয়েছে। সাধারণ মানুষ এখন পানি ফুঁটিয়ে পান করছে। সোমবার পর্যন্ত সব স্কুলও বন্ধ। কর্তৃপক্ষ জানায়, মাইপো নদীর পানি সরবরাহ বন্ধে এই সমস্যার তৈরি হয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত আমরা এই বাঁধ সরানো যাচ্ছে না। স্থানীয় গভর্নর ক্লডিও অরেগো বলেন, ''আমরা ১৪ লাখ বাড়ির সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়। আমরা এখনো জানি না কখন খাবার পানি সরবরাহ করতে পারব। " বন্যায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছে।
×