ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লি পেনের ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল

প্রকাশিত: ০৪:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

লি পেনের ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘনিয়ে আসছে এবং ডানপন্থী নেতা ম্যারিন লি পেনের বিজয় স্পষ্ট হয়ে ওঠছে ক্রমেই। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসোয়া ফিলোন ব্যয় কেলেঙ্কারী বিতর্কে জড়িয়ে পড়ায় লিপেন ফরাসী প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি সম্ভাব্যতার মধ্যে চলে এসেছে। সিনিয়র রাজনীতিবিদ ও মন্তব্যকারীরা এ কথাই বলছেন। প্যারিসের বাইরে নাঁতেরেতে লি পেনের ন্যাশনাল ফ্রন্ট (এফএন) দলের প্রধান দফতরে কর্মকর্তারা মনে করেন, ব্রিটেনে বেক্সিট ভোট এবং যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে যে কারণগুলো সহায়তা যুগিয়েছে সেগুলোই লি পেনকে ক্ষমতায় নিয়ে আসবে বলে সম্ভাবনা রয়েছে। এমনকি, তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কয়েকজন এ ডানপন্থী নেতার বিজয় সম্ভাবনা রয়েছে বলে স্বীকার করেছেন। সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী জিন পিয়েরে র‌্যাফারিন এ মাসে বলেছেন, আমার মনে হয় লি পেনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য এক সাবেক প্রধানমন্ত্রী সমাজবাদী ম্যানুয়েল ভ্যালস লিপেন বিজয়ী হতে পারবেন না বলে বিপদ সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন। -এএফপি
×