ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দোহারে অগ্নিকা-

প্রকাশিত: ০৫:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

দোহারে অগ্নিকা-

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ॥ ঢাকার দোহার উপজেলার চরজয়পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি পরিবারের বসতঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা সবাই ভাড়াটিয়া বলে জানা গেছে। স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার চরজয়পাড়া এলাকার অজয়পালের বাড়িতে ৫টি ভাড়াটিয়া পরিবারের লোকজন বসবাস করে আসছে অনেক দিন ধরেই। বৃহস্পতিবার বেলা প্রায় ১১টার দিকে বাড়ির ভাড়াটিয়া আনন্দ দাসের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূতেই পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়লে ৫টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, দামী মোবাইল সেট ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। নাটোর নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বনপাড়ার মালিপাড়া এলাকায় আফতাব ফিড কোম্পানির একটি কারখানায় অগ্নিকা-ে কারখানার ব্যাপক পরিমাণ মালামালসহ কাঁচামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার শিফট ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে বড়াইগ্রামের বনপাড়ার মালিপাড়া এলাকার আফতাব ফিড কোম্পানির কারখানার কন্ট্রোল রুমের কাছ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মৌলভীবাজার নিজস্ব^ সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামে আবদুল হাদীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, বাড়ির মালিক আবদুল হাদীর স্ত্রী রাতে বৈদ্যুতিক বোর্ডে আগুন জ্বলছে দেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাব ও গবাদিপশুসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাথরঘাটা সংবাদদাতা পাথরঘাটা, বরগুনা থেকে জানান, পাথরঘাটায় আগুনে পুড়ে ৭টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলামিন, লালচান, দুলাল, ফয়সাল মোল্লা, ইলিয়াচ হাং, শামীম, অনিব্রত হালদার জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান শেষ রাতে হঠাৎ মানুষের চিৎকার শুনে বাদুরতলা বাজারে এসে দেখেন দোকানে আগুন লেগেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইলেকট্রনিক্সের দোকান, মুদি দোকান, মুরগির দোকান, জুতার দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রংপুর নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, কাউনিয়া উপজেলার ভায়ার হাটে অগ্নিকা-ে ২০ দোকানের প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। জলঢাকা স্টাফ রিপোর্টর, নীলফামারী থেকে জানান, ভয়াবহ অগ্নিকা-ে ৬টি পরিবারের ১৫টি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়।
×