ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

বাঁশখালীতে ভয়াবহ আগুন ॥ ২৬ ঘর পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২০ ফেব্রুয়ারি ॥ শেখেরখীল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় ভয়াবহ অগ্নিকা-ে ২৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ জন। আবদুর রহমানের বাড়ির বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয় বলে জানা যায়। রবিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা ব্যর্থ হলে পেকুয়া ও সাতকানিয়া ফায়ার সাভির্সের পৃথক তিনটি দল ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২৬ বসতঘরের মালামাল, নগদ অর্থসহ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হামেদ হাছান জানান। ঠাকুরগাঁওয়ে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ ফেব্রুয়ারি ॥ জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মরাধার গ্রামের রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তির দোকান থেকে রবিবার রাত ১২টায় ধাতব (কাঁসা) দ্বারা তৈরি একটি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে মরাধার গ্রামের রুহুল আমিনের রাড়ি সংলগ্ন নিজস্ব কাঠ-ফার্নিচারের দোকানের ভেতরে মাটিতে পুঁতে রাখা একটি ধাতব (কাঁসা) দ্বারা তৈরি একটি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। চট্টগ্রামে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। সিএমপি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক পৌনে ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় কর্ণফুলী থানার মইজ্যারটেক ফ্রেশ সুপার মার্কেটের ক্যাফে আল মক্কা হোটেল এ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে। সেখান থেকে মোঃ ইসমাইল ওরফে মানিক এবং মোঃ আবুল কালাম নামের ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া রাজাখালী ইউপির সাবেক মেম্বার দেলোয়ার হোসেন ওরফে দেলু হত্যাকা-ের অন্যতম আসামি সিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের টিম। সোমবার দুপুরে মগনামা শরতঘোনা থেকে একদল পুলিশ (পিবিআই) তাকে গ্রেফতার করে। সে একই এলাকার বদি আলমের ছেলে। গত বছরের ২ ফেব্রুয়ারি রাতে রাজাখালী নতুনঘোনার দেলু মেম্বারকে মুঠোফোনে নিমন্ত্রণ জানিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে সোমবার পানিতে ডুবে রাহাত (১২) নামে স্কুলছাত্র মারা গেছে এবং আরও চার ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওরা সবাই পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে। দুপুরে রাহাত তার সহপাঠী বন্ধু রাকিব, নায়েম ও ফরহান টাঙ্গন নদীর সাগুনি রাবার ড্যাম এলাকায় নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেখানে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় তারা পানিতে তলিয়ে যায়। সাপাহারে পতিতাসহ পাঁচ খদ্দের আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ ফেব্রুয়ারি ॥ রবিবার রাত ৩টার দিকে সাপাহারে অসামাজিক কার্যলাপের সময় হাতেনাতে এক পতিতাসহ পাঁচ খদ্দেরকে আটক করেছে পুলিশ। উপজেলা সদরের নসিব সিনেমা হলের মধ্য থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, গভীর রাতে কতিপয় যুবক এক পতিতাকে নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়লে এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি গোপনে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ হলের ভেতর তল্লাশি চালিয়ে হাতেনাতে জোৎস্না বেগম নামে পতিতাসহ পাঁচ খদ্দেরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলোÑ বরিশাল জেলার বাকেরগঞ্জের মনিরুল ইসলাম (হল পরিচালনার দায়িত্বে নিয়োজিত), সাপাহার উপজেলার রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামের আশিকুল হক, উপজেলা সদরসংলগ্ন মানিকুড়া গ্রামের কামাল হোসেন, সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের রুহুল আমিন ও বদলগাছি উপজেলার বর্তমান চৌধুরীপাড়া সাপাহারের রহিম উদ্দীন। স্থানীয়রা জানায়, মাঝেমধ্যেই বিভিন্ন স্থান থেকে পতিতা এনে ওই সিনেমা হলের মধ্যে দেহ ব্যবসা চালানো হয়।
×