ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্দ্বীপের সীমানা ফিরে পেতে হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সন্দ্বীপের সীমানা ফিরে পেতে হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্দ্বীপের মূল ভূখ- ভেঙ্গে লাখ লাখ মানুষকে উদ্বাস্তু করে আশপাশে যে সকল চর জেগে উঠেছে তা সন্দ্বীপবাসীর। জীবনবাজি রেখে এবং প্রয়োজনে রক্ত দিয়ে হলেও সন্দ্বীপের সীমানা ফিরে পেতে ঐক্যবদ্ধ। আমরা বাপ-দাদার ভিটেমাটি ভেঙ্গে গড়ে ওঠা চরে আমাদের স্বীকৃতি চাই। এ জন্য প্রয়োজনে লংমার্চ করব। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজের সহযোগী অধ্যাপক ড. মোসলেম উদ্দিন মুন্না। তিনি জানান, সন্দ্বীপের সীমানা নির্ধারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসছি। সীমানা ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ। মতবিনিময়কালে চবির শিক্ষক বলেন, সন্দ্বীপের আয়তন এক হাজার আট বর্গমাইল। সন্দ্বীপ নিয়ে তিন বছর গবেষণা করেছি। সন্দ্বীপের মানচিত্র দেখার জন্য গিয়েছি লন্ডন ও ইতালির জাদুঘরে। দ্বীপ ভাঙ্গতে ভাঙ্গতে পূর্বের আকারে নেই। সন্দ্বীপের মাটি ভেঙ্গেই আশপাশে জেগে উঠছে অনেক দ্বীপ। ভাঙ্গার কারণে অনেক সন্দ্বীপবাসী তাদের ঘরবাড়ি হারিয়েছে। আশপাশে জেগে ওঠা দ্বীপ সন্দ্বীপেরই অংশ। আমরা এর স্বীকৃতি চাই। এর জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আপামর জনগণকে নিয়ে মানববন্ধন করা হবে। এতেও দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে। তিনি বলেন, স্বীকৃতি আদায়ের জন্য আমরা ভূমি ঠেঙ্গারচর, জাহাজ্জারচরে লং মার্চ করব।
×