ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রলেয়িা সরিজি

শুরু হয়ে গছেে কথার লড়াই

প্রকাশিত: ০৫:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

শুরু হয়ে গছেে কথার লড়াই

র্স্পোটস রপর্িোটার ॥ রকিি পন্টংিয়রে মতে রান-মশেনি বরিাট কোহলকিে থামাতে তার ওপর মানসকি আঘাত হানতে হব।ে মাইক হাসরি আবার উল্টো মত, ‘ভুলওে সটেি করতে যওে না, তাতে হীতে বপিরীত হব।ে’ ২৩ ফব্রেুয়ারি পুনে টস্টে দয়িে শুরু ভারত-অস্ট্রলেয়িা চার ম্যাচরে সরিজি। যটেি ঘরিে মাঠরে বাইররে লড়াইটা আসলে এখনই শুরু হয়ে গছে।ে সফরকারী অধনিায়ক স্টভিনে স্মথি জানয়িছেনে, প্রয়োজনে প্রতপিক্ষ ক্রকিটোরদরে সøেজংি (খলো চলাকালইে বাক-বতি-ায় জড়ানো) করতওে ছাড়বনে না! আর বীর বক্রিমে উড়তে থাকা টমি-ইন্ডয়িা ক্যাপ্টনে কোহলরি ছোট্ট জবাব, যে কোন পরস্থিতিি মোকাবলিায় পুরোপুরি প্রস্তুত তার দল। শুক্রবার মুম্বাইয়ে ভারত ‘এ’ দলরে সঙ্গে স্মথিদরে গা-গরমরে প্রস্তুতি ম্যাচ। ব্যাঙ্গালুরু, রাচি ও র্ধমশালায় দ্বতিীয়, তৃতীয় ও শষে টস্টে যথাক্রমে ৪, ১৬ ও ২৫ র্মাচ থকে।ে তনিদনিরে প্রস্তুতি ম্যাচটা মুম্বাইর ব্রার্বোন স্টডেয়িাম।ে সখোনইে উপস্থতি সংবাদ মাধ্যমকে স্মথি বলনে, ‘আমার দলরে সবাই নজিরে মতো করে খলেতে ভালবাস।ে ওরা যদি মনে কর,ে সøেজংিয়ে কাজ হব,ে প্রতপিক্ষকে তাতয়িে দয়িে নজিদেরে সরোটা বরে করে আনতে পারব,ে তাহলে সøেজংি করুক।’ ভারতে উড়ে আসার আগওে অস্ট্রলেয়িা অধনিায়ক বলছেলিনে, তার গমে প্ল্যানরে একটি হচ্ছে কোহলকিে রাগয়িে দয়ো। কন্তিু এখন মনে হচ্ছে কবেল কোহলি একা নন, একাধকি স্বাগতকি ক্রকিটোরকে র্টাগটে তাদরে। স্মথি পরষ্কিার জানয়িছেনে, ‘যার যা ইচ্ছে সটো বলতইে পার।ে তবে শষে কথা অবশ্যই পারর্ফমন্সে।’ তবে সুপার কোহলকিে থামাতে আলাদা গমে প্ল্যান থাকছ,ে ‘বরিাট ওর্য়াল্ড-ক্লাস ব্যাটসম্যান। আমরা অবশ্যই ওর জন্য আলাদা পরকিল্পনা নয়িে নামব। সটো ক?ি তা তো আপনাদরে বলছি না। আর কবেল বরিাট কনে, প্রথম ছয়জনই তো র্দুদান্ত। আমরা সটোও মাথায় রাখছ।ি’ এক প্রশ্নরে জবাবে বলনে স্মথি। ব্যাটংিয়ে কোহলি এবং বোলংিয়ে স্পনিার রবচিন্দ্রন অশ্বনি অসদিরে জন্য বড় হুমক।ি তবে ভারতরে পসে আক্রমণও অসদিরে মাথায় আছ।ে স্মথি যোগ করনে, ‘শুধু স্পনিার নয়, ভারতরে পসে আক্রমণও ভাল।’ অশ্বনি-রবীন্দ্র জাদজোদরে মোকাবলোর জন্য অতথিি ব্যাটসম্যানরা এবার দুই সাবকে স্পনিার শ্রীধরণ শ্রীরাম (ভারত) ও মন্টি পানসোররে (ইংল্যান্ড) টপিস নয়িে এসছে,ে সটেওি জানয়িছেনে স্মথি। টস্টে ক্রকিটেে সøেজংিয়রে শুরুটা ইংল্যান্ড-অস্ট্রলেয়িা ঐতহিাসকি এ্যাশজে দয়ি।ে তবে ভারত-অস্ট্রলেয়িা যুদ্ধও নতুন নয়। সইে ১৯৮১ সালরে সফরে সুনীল গাভাস্কার ‘বনাম’ ডনেসি ললিরি মধ্যে লগেছেলি। মলের্বোনে আম্পায়ার সুনীলকে বর্তিকতি এলবডিব্লউি আউট দয়োর পরও ভারত অধনিায়ক ক্রজি ছাড়তে চানন।ি ললিি তখন দৌড়ে এসে আঙ্গুল দয়িে দখেয়িে দনে, বলটা সুনীলরে ঠকি কোথায় লগেছেলি। ক্ষপ্তি সুনীল এরপর সঙ্গী ওপনোর চতেন চৌহানকে নয়িে প্রায় ওয়াকআউট করনে। এ তো গলে পুরনো কথা। বছর দশকে আগওে হরভজন সংি ও এ্যান্ড্রু সাইমন্ডসরে মধ্যকার মাঙ্কগিটে-বর্তিক বশে উত্তাপ ছড়য়িছেলি। মাঠে কন্তিু স্মথিদরে জন্য কঠনি সময় অপক্ষো করছ।ে ঘররে মাটতিে টানা ১৯ টস্টেে অপরাজতি ভারত, টানা ছয় সরিজি জতিে র‌্যাঙ্কংিয়রে র্শীষে কোহলরি দল। নজি মাঠে সম্প্রতি তারা বধ্বিস্ত করছেে নউিজল্যিান্ড, ইংল্যান্ড ও বাংলাদশেক।ে অন্যদকিে ভারতে সইে ১৯৪৭ থকেে ২৪ সরিজিরে মাত্র ৪টতিে জয় অস্ট্রলেয়িার, যার তনিটইি আবার ১৯৭০ সালরে র্পূব।ে পরর্বতী সময়ে একবারই সরিজি জতিতে পরেছেে তারা, সটেি ২০০৪ সাল।ে এরপর হার টানা তনি সরিজি।ে র্সবশষে ২০১২ সালে ৪-০তে ‘হোয়াইটওয়াশ’।
×