ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে দুই বাংলাদেশীকে নির্যাতন

প্রকাশিত: ০৪:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

পাটগ্রামে দুই বাংলাদেশীকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ ফেব্রুয়ারি ॥ পাটগ্রাম সীমান্তে পৃথক দুই ঘটনায় ভারতীয় বিএসএফ এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। অন্য ঘটনায় এক বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। নির্যাতিতা বাংলাদেশীকে সীমান্ত গ্রামের অধিবাসীরা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে, বুধবার ভোর ৫টায় পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট হতে মোখলেছার রহমান ভারতীয় চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে। বিএসএফের হাতে আটক মোখলেছার রহমান বুড়িমারী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তাকে ভারতীয়-৬১ বিএসএফ ক্যাম্পে নির্যাতন করে মেখলীগঞ্জ ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। বুধবার সকাল ১০টায় এই ঘটনায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। আটক মোখলেছার রহমানের ভারতীয় চকলেট, বিস্কুট পাওয়া গেছে। অন্যদিকে জেলার পাটগ্রাম সীমান্তের দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়া সীমান্তের মেইন পিলার-১০ এর বিপরীতে বাংলাদেশী নাগরিক মুরালী চন্দ্র গুপ্তকে ভারতীয় -২২ বিএসএফ নাউয়াপাড়া করুণ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত ৮টায় ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। নির্যাতনের একপর্যায়ে গুপ্ত জ্ঞান হারিয়ে ফেলে। তাকে মৃত ভেবে বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত গ্রামে ফেলে রেখে যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তার হাত পা ও বাম চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বাংলাদেশী নাগরিক মুরালী চন্দ্র গুপ্তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সাভারে। তার বাবার নাম দেবেন্দ্র চন্দ্র গুপ্ত। দহগ্রাম সীমান্তে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লে তাকে নির্যাতনের শিকার হতে হয়।
×