ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালবাসার দিনে গোলাপের হাটে নৈরাজ্য

প্রকাশিত: ০৪:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ভালবাসার দিনে গোলাপের হাটে নৈরাজ্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভালবাসা দিবসে চাহিদা বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে গোলাপসহ সব ধরনের ফুলের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে রাজশাহীর বাজারে। একদিন আগেও যে গোলাপের প্রতিটির দাম ছিল ৮ থেকে ১০ টাকা তা ভালবাসারা দিনে মঙ্গলবার একলাফে উঠেছে ২৫ থেকে ৩০ টাকায়। হঠাৎ সব ধরনের ফুলের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা হতাশ হলেও বেড়েছে কেনাবেচা। মঙ্গলবার সকাল থেকে নগরীর ফুলের দোকানে দোকানে ভিড় লক্ষ্য করা যায় কিশোর-কিশোরীদের। এতেই পোয়াবারো ফুল ব্যবসায়ীরা। ইচ্ছেমতো দাম হেঁকে তা আদায়ও করছেন। ভালবাসার দিন বলে কথা, তাই দর দাম নেই ফুল কিনে নিচ্ছেন তরুণ-তরুণীরা। একদিন আগে ফাগুনের আগুনে মেতে ওঠা মন ভালবাসায় রাঙাতে তাই দোকানে দোকানে ফুল কেনার হিড়িক। ব্যবসায়ীরাও দোকান সাজিয়েছেন হরেক ফুলের সমারোহে। ব্যবসায়ীরা বলছেন একদিন আগে থেকেই বেড়ে গেছে ফুলের দাম। শহুরে মানুষের কাছে বসন্তের পর ভালবাসার আবেদন ভিন্নমাত্রা যোগ করলেও ফুলের দামে হতাশ হয়েছেন অনেকে। বিনোদন প্রেমিরা জানান, একদিনের ব্যবধানে সব ধরনের ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী মহানগরীর সাহেববাজার বিসমিল্লাহ ফুল ভান্ডারের মালিক সুইট জানান, বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা একটু বেশিই থাকে। পহেলা ফাল্গুনের একদিন পরই ভালবাসা দিবস। তাই শহরে ফুলের চাহিদা বেশি। দাম দিয়েই কিশোর-কিশোরীরা ফুল কিনছেন বলে জানান তিনি। ফুল দোকানিরা জানান, স্বাভাবিক দিনে প্রতিটি গোলাপ ৮ থেকে ১০ টাকা বিক্রি হলেও বিশেষ দিনগুলোতে গোলাপ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়। স্বাভাবিক দিনে প্রতি হাজার গাঁদা ফুল ৫০০ টাকায় বিক্রি হলেও বিশেষ মঙ্গলবার ৭০০ টাকা ছাড়িয়ে গেছে। গ্লাডিওয়ালস ফুলগুলোর মধ্যে ডিপ রঙেরগুলো মানুষের বেশি পছন্দের। এসব ফুল স্বাভাবিক দিনে প্রতিটি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি। গোলাপ উপহার দেয়া ছাড়া যেন ভাল পূর্ণতা থাকে না। ভালবাসায় সবকিছু আছে তারপর যে বিশেষ কিছুর অভাব সেটা হলো গোলাপ। তাই সকাল থেকে তরুণ-তরুণীরা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকার ফুলের দোকানগুলোতে ভিড় জমান। অন্য দিনের তুলনায় ফুল বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন ফুল। নগরীর সাহেব বাজারে ফুল কিনতে আসা সজীব ও নিশা বলেন, ভালবাসার দিন এমনিতেই ফুলের দাম বেশি হয়। তারপর একটা দিনতো বেশি নিলেও সমস্যা নাই। অন্য বিশেষ দিনের চেয়ে এই দিনটি একটু আলাদা। ফুল কিনতে আসা সুমাইয়া নামের এক তরুণী জানান একা আসলে দাম কম বলছে। আর বন্ধুদের সঙ্গে আনলে বেশি দাম হাঁকছেন দোকানদাররা। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টের গিফ্ট ফুল কর্ণারের মালিক সন্তোস কুমার বলেন, গোলাপ ছাড়া সব ফুলের দাম আগের মতোই আছে। শুধু গোলাপে কিছু টাকা বেড়েছে। তবে ফুলের ক্রেতা গত বছরের চেয়ে এবার অনেক কম বলে জানান তিনি।
×