ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারাতে চলেছে ঝিঁঝি পোকা ও ঘাসফড়িং

প্রকাশিত: ০৪:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৭

হারাতে চলেছে ঝিঁঝি পোকা ও ঘাসফড়িং

পৃথিবী থেকে ঝিঁঝি পোকা ও ঘাসফড়িং জাতীয় প্রাণী হারিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সমগ্র ইউরোপে ঝিঁঝি পোকা ও ঘাসফড়িং জাতীয় প্রাণীর ওপর এক ব্যাপকভিত্তিক গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে। আইইউসিএন নামের এই সংস্থা বিশ্বব্যাপী প্রাণী অধিকার রক্ষায় কাজ করে। বিশ্বের অন্তত দেড় শ’ প্রাণীবিজ্ঞানী দুই বছরের বেশি সময় ধরে এই গবেষণা সম্পন্ন করেন। এই সংস্থা এক হাজারের বেশি ঝিঁঝিঁ পোকা ও ঘাসফড়িং জাতীয় প্রাণীর ওপর এই গবেষণা চালায়। এই জাতীয় প্রাণী খাদ্যচক্রের অংশ। ছোটখাট পাখি, সাপসহ নানা সরীসৃপ জাতীয় প্রাণীর অন্যতম প্রধান খাদ্য এই ঝিঁঝিঁ পোকা, ঘাসফড়িং জাতীয় প্রাণীগুলো। সাধারণ স্থলভাগের তৃণভূমি অঞ্চলে এই জাতীয় প্রাণী বেড়ে উঠে। গবেষণায় দেখা গেছে ইউরোপের বিভিন্ন দেশে সংগঠিত দাবানল, নিবিড় কৃষি কাজ, যত্রতত্র পর্যটকদের আনাগোনা, কৃষি জমিতে ব্যাপকভিত্তিক রাসায়নিক ব্যবহারের ফলে এই জাতীয় প্রাণী কমে যাচ্ছে। আইইউসিএনের আশঙ্কা ঝিঁঝিঁ পোকা ও ঘাসফড়িং জাতীয় প্রাণী কমে গেলে পুরো বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে। সংস্থাটির সহকারী প্রধান জঁ ক্রিস্টোফার বলেছেন, এই জাতীয় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। -ডেইলি মোশন অবলম্বনে
×