ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণের আস্থা অর্জনই নতুন ইসির বড় চ্যালেঞ্জ ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৫:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

জনগণের আস্থা অর্জনই নতুন ইসির বড় চ্যালেঞ্জ ॥ বার্নিকাট

কূটনৈতিক রিপোর্টার ॥ জনগণের আস্থা অর্জন করাটাই নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি। এদিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে বার্নিকাট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করাটাই নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে তাদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। এছাড়া তিনি বলেন, আমি কখনোই এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতি দেখিনি। যেটা বাংলাদেশে বিরাজমান। মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থানকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায় বাংলাদেশে অবাধ ও বিতর্কমুক্ত নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি অংশ নিয়ে সহায়তা করবে বলে আশা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না। নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানব নাÑ এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।
×