ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ম্যাজিস্ট্রেট অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ায় ম্যাজিস্ট্রেট অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, আপত্তিকর মন্তব্য ও অসদাচরণকারী বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ তায়েবুর রহমান আশিকের অপসারণের দাবিতে মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বগুড়ার সব সাংবাদিক মানববন্ধন ও সমাবেশ করেন। প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গেলে উল্লিখিত ম্যাজিস্ট্রেট আশিক যে ঔদ্ধত্য আচরণের সঙ্গে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেছেন তা সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে আশা করা যায় না। তার অশোভনীয় শিষ্টাচার সাধারণ মানুষকেও ব্যথিত করেছে। বগুড়ার সাংবাদিক সমাজ মনে করে, এমন একজন কর্মকর্তা জনপ্রশাসনের জন্য সুফল বয়ে আনতে পারে না। যার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে। তাই সাংবাদিকরা যৌক্তিক কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকের অপসারণ চান। উল্লেখ্য, তার বিরুদ্ধে বিভিন্ন অনুযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। এতে বক্তব্য রাখেনÑ আব্দুর রহিম বগ্রা, মাহমুদুল আলম নয়ন, আরিফ রেহমান, মোহন আখন্দ, মহসিন আলী রাজু, মামুনুর রশীদ প্রমুখ।
×