ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প বিশ্ব স্থিতির হুমকি ॥ দুই-তৃতীয়াংশ ব্রিটিশ নাগরিকের অভিমত

প্রকাশিত: ০৪:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্প বিশ্ব স্থিতির হুমকি ॥ দুই-তৃতীয়াংশ ব্রিটিশ নাগরিকের অভিমত

ব্রিটেনের দুই-তৃতীয়াংশ নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বিশ্বাস করেন। আর বেশিরভাগ ব্রিটিশ নাগরিকের মতে, ভবিষ্যতে ট্রাম্প একজন খারাপ প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবেন। ওপিনিয়াম/অবজারভার পত্রিকার নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর গার্ডিয়ানের। জরিপে অংশগ্রহণকারীদের ৬৪ শতাংশের মতে, ট্রাম্প আন্তর্জাতিক বিশ্বের জন্য হুমকি। ট্রাম্পের ওপর আস্থা নেই ৫৬ শতাংশ মানুষের, ৫০ শতাংশের মতে ট্রাম্প বিপজ্জনক, ৩৯ শতাংশের মতে তিনি অস্থির এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে ধর্মান্ধ মনে করেন। জরিপে আরও দেখা গেছে, ৪৪ শতাংশ ব্রিটিশ মনে করেন ট্রাম্প খারাপ প্রেসিডেন্ট হবেন। ১০ শতাংশের মতে, ট্রাম্প গড়পত্তা প্রেসিডেন্ট হবেন এবং মাত্র ৬ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। রানী এলিজাবেথের আমন্ত্রণে ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর নিয়েও ব্রিটিশরা দ্বিধাবিভক্ত বলে জরিপে উঠে এসেছে। জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ ব্রিটিশ ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরই কেবল তাকে রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে আমন্ত্রণ জানানো উচিত বলে মনে করেন। ২৮ শতাংশ ট্রাম্পের সফর বাতিল করে দেয়ার এবং ৩৬ শতাংশ যথাসময়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পক্ষে মত দিয়েছেন। রাষ্ট্রীয় সফরে ২০ ফেব্রুয়ারি ট্রাম্পের ব্রিটেন যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় সফর হয় মূলত ব্রিটেনের রানীর আমন্ত্রণে। সাধারণত বছরে এক থেকে দুটি এ ধরনের সফরের জন্য রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণ জানিয়ে থাকেন তিনি। এ আয়োজন বেশ ঘটা করে করা হয়ে থাকে। অন্যদিকে, সরকারী সফর হয় সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। তাতে আয়োজন হয় অনেক কম। ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর আটকাতে প্রায় ১১ লাখ লোক এক পিটিশনে সই করেছেন। যার ভিত্তিতে মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনলাইনে ওই জরিপ চালানো হয়।
×