ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘পদ্মশ্রী’ নেবেন না ওস্তাদ ইমারাত খান!

প্রকাশিত: ০৪:০৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

‘পদ্মশ্রী’ নেবেন না ওস্তাদ ইমারাত খান!

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ এনায়েত খানের পুত্র প্রখ্যাত সেতারবাদক ওস্তাদ ইমারাত খান। আরেক প্রথিতযশা শিল্পী বিলায়েত খান তার ভাই। ভারতের স্বনামধন্য শিল্পী ওস্তাদ ইমারাত খানকে তার শিল্পীজীবনের কৃতিত্ব হিসেবে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করেছে। ৮২ বছর বয়সী এ প্রবীণ শিল্পী দীর্ঘ ক্যারিয়ার জীবনে তার কাজের স্বীকৃতিস্বরূপ ভারতের সম্মানজনক ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু এতদিন পর এ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তা প্রত্যাখ্যান করলেন এ শিল্পী। তিনি এ পুরস্কার নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। কারণ তিনি মনে করেন সরকার বা সংশ্লিষ্টরা তার কাজের যথাযথ খবর রাখে না। এমনটাই অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এ শিল্পী সম্প্রতি অবস্থান করছেন শিকাগোতে। সেখান থেকেই পুরস্কারপ্রাপ্তির খবর শুনে তা প্রত্যাখ্যানের কথা ভারতীয় হাইকমিশনকে চিঠি লিখে জানিয়ে দেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ইমারাত খান বলেন, আমার বয়স এখন ৮২ বছর। এতদিন পর ভারত সরকার আমাকে এ পুরস্কারের জন্য যোগ্য মনে করেছে। অথচ আমার চেয়ে বয়সে ছোট ও নবীন শিল্পীদের অনেকে এরই মধ্যে ‘পদ্মভূষণ’ পুরস্কারও পেয়ে গেছেন। যখন পুরস্কার পাওয়ার খবরটি পাই তখন আমার ভেতর একটি মিশ্র অনুভূতি হয়েছিল। আমার মনে হয়েছে এটি অনেক দেরিতে এলো। যেখানে আমার শিষ্য এবং বয়ঃকনিষ্ঠরা অনেক আগেই এর চেয়ে বড় পুরস্কার পেয়েছেন, সেখানে আমাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করার বিষয়টি আমার আত্মাভিমানে আঘাত করেছে।
×