ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আহমদীয়া মুসলিম  জামাতের বার্ষিক সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরান ও মহানবী হযরত মুহম্মদ (সা.) এর অনুপম শিক্ষা প্রচারের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন বা জলসা সালনা। শুক্রবার রাজধানীর বকশীবাজারে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের প্রধান কার্যালয়ে ৯৩ তম এ সম্মেলন শুরু হয়েছে। আজ সম্মেলনের দ্বিতীয় দিন বেলা ৩ টায় ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়সহ আন্তঃধর্মীয় শান্তির ওপর বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট নাগরিকরা। বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের যুগ খলীফা হযরত মির্যা মাসরূর আহমদের (আই) সম্মানিত প্রতিনিধি লন্ডন মসজিদের ইমাম মাওলানা আতাউল মুজিব রাশেদ উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা আল্লাহতালার অস্তিত্ব, পবিত্র কোরান শরীফের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য এবং শান্তির দূত মহানবী হযরত মুহম্মদ (সা) জীবন আলেখ্যের ওপর আলোকপাত করেন। উদ্বোধনী অধিবেশনে ছিলেন হাফেজ মাওলানা আবুল খায়ের, কাসেম হোসাইন পিয়াস, মাওলানা মোহাম্মদ সোলায়মান, মাওলানা সালেহ আহমদ, শাহ মোহাম্মদ নুরুল আমিন। আজ সকালের অধিবেশন শুরু সকাল সাড়ে ৯টায়। এ অধিবেশন চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের আমির আলহাজ মোবারশশের উর রহমানের সভপতিত্বে অধিবেশনে থাকবেন হাসান মোহাম্মদ মিনহাজ, সুলতান মোহাম্মদ আনোয়ার, মাওলানা শরীফ আহমদ, জাফর আহমদ, এস এম রহমতউল্লাহ, জহির উদ্দিন আহমদ ও লন্ডন মসজিদের ইমাম মাওলানা আতাউল মুজিব রাশেদ। দ্বিতীয় অধিবেশন শুরু হবে পৌনে তিনটায়। চলবে পৌনে ছয়টা পর্যন্ত। এ অধিবেশনে প্রতিবছরের মতো এবারও রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ দেশের বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন আহমদীয়া মুসলিম জামাত ঢাকার আমির আলহাজ মীর মোহাম্মদ আলী।
×