ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

আগামী নির্বাচনে অংশ না নিলে মুসলিম লীগের মতো বিলুপ্ত হবে বিএনপি

প্রকাশিত: ০৮:৩২, ৩ ফেব্রুয়ারি ২০১৭

আগামী নির্বাচনে অংশ না নিলে মুসলিম লীগের মতো বিলুপ্ত হবে বিএনপি

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, গত নির্বাচন বর্জন করে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে ভুল করেছেন সেটা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন। তাই আগামী সংসদ নির্বাচনে যে কোন পরিস্থিতিতে বিএনপি অংশগ্রহণ করবে। ১০টি আসন পেলেও নির্বাচন বর্জনের সেই ভুল আর তারা করবে না। বিএনপি বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের জয়লাভের কোন সম্ভাবনা নেই। সে কারণে স্বাধীনতাবিরোধী সকল অপশক্তিকে একত্রিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আঘাত হানতে। সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকেই বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের রক্ষা করতে হবে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারী দলের আবদুল মান্নান, কামরুল আশরাফ খান, ওয়ারেসাত হোসেন বেলাল, আবুল কালাম ও জাতীয় পার্টির টিপু সুলতান। আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সিনিয়র সংসদ সদস্য আবদুল মান্নান বলেন, আগামী সংসদ নির্বাচনে যে কোন পরিস্থিতিতে বা যে কোন অবস্থাতেই বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে যে ভুল করেছে সেটা মর্মে মর্মে উপলব্ধি করছে। তাই আগামী নির্বাচনে ১০টি আসন পেলেও সেটা হবে তাদের অর্জন। নইলে দলটি মুসলিম লীগের মতোই বিলুপ্তী হবে। সার্চ কমিটি নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। কাজেই যারাই সার্চ কমিটিতে এসেছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এক্ষেত্রে তারা বিএনপি-জামায়াতের বন্ধু হবেন না, এটাই তারা মনে করেন।
×