ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিইআরসির নয়া চেয়ারম্যান

১১ সচিবের দফতর বদল

প্রকাশিত: ০৮:০০, ২ ফেব্রুয়ারি ২০১৭

১১ সচিবের দফতর বদল

বিশেষ প্রতিনিধি ॥ সদ্য অবসরপ্রাপ্ত এক সচিবকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এবং কমিশনের তিন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সরকার ১১ সচিবের দফতর বদল করেছে। এতে চার কর্মকর্তা ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে অর্থ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে দেয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব। আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মকসুদুল হাসান খানকে দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, এনিজও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমবায় অধিদফতরের নিবন্ধক মোঃ মফিদুল ইসলামকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইব্রাহীম হোসেন খানকে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সজিব সুবীর কিশোর চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন সদ্য অবসরে যাওয়া বিদ্যুত সচিব মনোয়ার ইসলামকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে কমিশনের তিন জন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। সদস্যদের মধ্য আছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (তিতাস গ্যাস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌলী মিজানুর রহমান, এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মাহমুদুল হক। বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম ডিসেম্বরে বিদ্যুত বিভাগ থেকে অবসরে যান। তিনি এর আগে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ছিলেন। রাষ্ট্রপতির নির্দেশে জ্বালানি বিভাগ বুধবার বিকেলে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। বিইআরসি চেয়াম্যান এ আর খান গত বছর ২১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ করেন। এরপর কমিশনের সদস্য মাকসুদুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। গত ২২ ডিসেম্বর তারও মেয়াদ ফুরিয়ে যায়।
×