ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৩ বছর পর আফ্রিকান ইউনিয়নে ফিরল মরক্কো

প্রকাশিত: ০৪:০২, ২ ফেব্রুয়ারি ২০১৭

৩৩ বছর পর আফ্রিকান ইউনিয়নে ফিরল মরক্কো

আফ্রিকান ইউনিয়নে আবার যোগ দিয়েছে মরক্কো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৩৩ বছর আগে দেশটি এ জোট থেকে বের হয়ে গিয়েছিল। সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান জোটের ২৮তম শীর্ষ সম্মেলনে মরক্কোর ফিরে আসার পক্ষে ভোট দেয় সদস্য দেশগুলো। পশ্চিম সাহারা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি পরে আলোচনা হবে বলে জানানো হয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল সাংবাদিকদের জানান, মরক্কো এখন আফ্রিকান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য। বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্কের পর ৫৪ সদস্যের মধ্যে ৩৯টি সদস্যদেশ মরক্কোকে আবার জোটে যোগ দেয়ার পক্ষে ভেটে দিয়েছে যদিও পশ্চিম সাহারা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তিনি বলেন, আমরা বলেছি যদি একটি পরিবার বড় হয় তাহলে তার সমাধানও পারিবারিকভাবে করা হয়। আফ্রিকান ইউনিয়নে মরক্কোর ফিরে আসার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া। ১৯৮৪ সালে খনি-সমৃদ্ধ সাহারান আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক বা পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়। এর প্রতিবাদ জানিয়ে মরক্কো এ জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল। -ওয়েবসাইট নিউজিল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে ২৩ সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। অর্থনীতি গতিশীল ও সরকারকে স্থিতিশীল করার লক্ষ্যে এই নির্বাচন প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী বিল ইংলিশ এ কথা জানান। নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলিশ বিলের রক্ষণশীল ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন জোট চতুর্থবারের মতো দেশটির সরকার গঠনের আশা করছে। জন কি’র পদত্যাগের পর ডিসেম্বর মাসে ইংলিশ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনী প্রচারে কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন এমন প্রশ্নের জবাবে ইংলিশ ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির’ কথা জানান। -এএফপি
×