ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিলা ধসে নিহত আরও ৩ শ্রমিকের লাশের সন্ধান

প্রকাশিত: ০৫:০৫, ৩০ জানুয়ারি ২০১৭

টিলা ধসে নিহত আরও ৩ শ্রমিকের লাশের সন্ধান

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় টিলা ধসে নিহত আরও তিন শ্রমিকের মরদেহের সন্ধান পাওয়া গেছে। রবিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কর্ণখুলা গ্রামে মরদেহের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। সোমবার আদালতের নির্দেশে কবর থেকে তাদের মরদেহ উত্তোলন করা হবে। এ নিয়ে টিলা ধসের ঘটনায় পাঁচ জনের মৃত্যুবরণের খবর পাওয়া গেছে। মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ জানুয়ারি ॥ বাস টার্মিনালের পেছনের হারাইল গ্রামে মোটর শ্রমিকের স্ত্রীকে ধর্ষণ করেছে অটোরিক্সা চালক। জানা যায়, শনিবার বাস টার্মিনালের পাশে হারাইল গ্রামের বাসের হেলপার জুয়েল গ্যাস নেয়ার জন্য বগুড়ায় গেলে গভীর রাতে বাগিচা পড়ার সাজ্জাদ হোসেন (২৬) দরজায় ধাক্কা দিলে স্বামী এসেছে মনে করে গৃহবধূ দরজা খুলে দেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর মুখ ও হাতপা বেঁধে ফেলে এবং তার ৪ বছরের শিশু কন্যাকেও বেঁধে ফেলে। এরপর ওই গৃহবধূকে সাজ্জাদ ধর্ষণ করে পালিয়ে যায়। রাত প্রায় তিনটার দিকে স্বামী এসে তাদের বাঁধন খুলে দিলে গৃহবধূ তার স্বামীকে সব খুলে বলে। তার স্বামী পুলিশকে খবর দিলে, পুলিশ ওই রাতে ধর্ষক সাজ্জাক হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
×