ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জানুয়ারি ২০১৭

বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

বাকৃবি সংবাদদাতা ॥ ‘প্রাণীর রোগ নিয়ন্ত্রণে প্রস্তুতি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের প্রাণিচিকিৎসক ও গবেষকদের সংগঠক বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এ্যান্ড রির্সাচের (বিএসভিইআর) দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসভিইআর সভাপতি অধ্যাপক ড. মাহবুব মোস্তফা। বক্তারা পশু-পাখির বিভিন্ন সংক্রামক রোগ, এসব রোগের মানুষের শরীরে বিস্তার, প্রতিষেধক ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।
×