ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি গঠন

সংসদে বিএনপির দ্রুত প্রতিক্রিয়ার সমালোচনায় আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জানুয়ারি ২০১৭

সংসদে বিএনপির দ্রুত প্রতিক্রিয়ার সমালোচনায় আওয়ামী লীগ

সংসদ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির ত্বরিত প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইসি পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির প্রতি আস্থা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে দলটির সিনিয়র নেতারা বলেছেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে সার্চ কমিটি গঠন করেছেন। এটা নিয়ে কেউ অহেতুক রাজনৈতিক ইস্যু বানাবেন না। সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে। বৃহস্পতিবার পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলটির সিনিয়র নেতারা এসব কথা বলেন। আ’লীগ কারোর নাম প্রস্তাব করেনি- ওবায়দুল কাদের ॥ বৃহস্পতিবার যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত মধুমেলায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে, তিনি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি করেছেন। রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক ব্যক্তিকে সুপারিশ করেননি। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই ছয় বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিকে নিয়ে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। এ সার্চ কমিটি নিয়ে যারা সমালোচনা করছেন তারা (বিএনপি-জামায়াত) অতীতে দলীয় লোককে নির্বাচন কমিশনে বসিয়েছিলেন। সার্চ কমিটির সদস্যরা কখনও বিতর্কিত ছিলেন নাÑ নাসিম ॥ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইএনটি হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে গঠিত সার্চ কমিটির সদস্যরা কখনও বিতর্কিত ছিলেন না। তারা বিভিন্ন পেশায় আছেন নিজেদের যোগ্যতাবলে। সার্চ কমিটি নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক ক্ষমতাবলেই সার্চ কমিটি গঠন করেছেন। যাদের নাম সার্চ কমিটিতে আছে তারা সবাই সমাজের খ্যাতিমান ব্যক্তি। তাই সার্চ কমিটি নিয়ে কোন রাজনৈতিক দলের নেতিবাচক প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করা উচিত ছিল। অহেতুক রাজনৈতিক ইস্যু বানাবেন নাÑ হানিফ ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের কাছে দেয়া তার প্রতিক্রিয়ায় সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অহেতুক রাজনৈতিক ইস্যু বানানোর জন্য বা অহেতুক কথা চালাচালির জন্য জনগণকে বিভ্রান্ত না করে রাষ্ট্রপতির ওপর আস্থা রাখুন। অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে। হানিফ বলেন, সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি ইচ্ছা করলে সার্চ কমিটি গঠন না করেও নির্বাচন কমিশন গঠন করতে পারতেন। সকলের কাছে প্রহণযোগ্য ইসি গঠনের জন্যই তিনি এ উদ্যোগ নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। এটা নিয়ে অহেতুক ইস্যু বানানোর চেষ্টা সত্যিই দুঃখজনক।
×