ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গ্রিন ভার্সিটি ভিসি সংবর্ধিত

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ জানুয়ারি ২০১৭

গ্রিন ভার্সিটি ভিসি সংবর্ধিত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির সম্প্রতি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি পদকে ভূষিত হওয়ায় বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে গত ২৩ জানুয়ারি গ্রিন অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়। গ্রিন ইউনিভার্সিটির ট্রেজারার মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রার লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (এলপিআর), গ্রিন বিজনেস স্কুলের ডিন, প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, প্রফেসর ড. মোঃ ফয়জুর রহমান, প্রফেসর এমএম খান, প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিশ^বিদ্যালয়ের ১৭টি ক্লাব ও বিভিন্ন বিভাগের পক্ষ থেকে প্রফেসর সামদানী ফকিরকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও তাকে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে সোল অব টিচিং এন্ড লার্নিং উপাধিতে ভূষিত করা হয়। প্রফেসর মোঃ গোলাম সামদানী ফকির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১৫ ডিসেম্বর ফ্রিল্যান্স জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক জর্জ হ্যারিসন এ্যাওয়ার্ড-২০১৬, ১৫ নবেম্বর অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদক-২০১৬ এবং গত ২৬ আগস্ট বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। উপাচার্য পদে প্রফেসর সামদানী ফকিরের যোগদানের পর গ্রিন ইউনিভার্সিটিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত টিচিং ও লার্নিং সেন্টার, রিসার্চ সেন্টার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, সাইকো-স্যোসাল কাউন্সেলিং ইউনিট, গ্রিন ভয়েস, বার্ষিক রিপোর্ট, গিফট, মেন্টরশিপ, ক্লাব ফেয়ার, সিটিএল কোর্স, ইনার ভয়েস এবং পিএলএসডি চালু করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।-বিজ্ঞপ্তি
×